‘আমি আলাউদ্দিন হাওলাদারের পায়ে ধরে আমার সংসার না ভাঙার অনুরোধ করেছি। তার মতো একজন খারাপ, দুশ্চরিত্র লোকের পায়ে ধরার পরেও তিনি আমার সংসার ভেঙেছেন। আমার জমিও গ্রাস করেছে সে। আপনারা যাকে ইচ্ছে ভোট দিন, কিন্তু চরিত্রহীন, লম্পট, জানোয়ার আলাউদ্দিন হাওলাদারকে ভোট দিবেন না’ কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ছিলেন প্রবাসীর সাবেক স্ত্রী। গতকাল মঙ্গলবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় মুসলিমপাড়ায় এক প্রার্থীর সমাবেশে সহস্র লোকের সামনে এমন অভিযোগ করেন তিনি।
জানা যায়,সমাবেশে হঠাৎ এসে কিছু বলার সুযোগ চান নূরুন্নাহার। সুযোগ পেয়েই নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো বর্ণনা করতে থাকেন তিনি। ‘আমার ২৭ বছরের সংসার। আমার স্বামী বাহিরে ছিল। এই এলাকায় একজন রাক্ষস আছে। আমি ভেবেছিলাম উনি নারীদের ইজ্জত রক্ষা করবেন, মেয়েদের ইজ্জত বাঁচাবেন। কিন্তু আমার স্বামী যখন বাহিরে চলে যায় বাড়ি করার সুবাদে তার কাছ থেকে সরঞ্জাম আনতে হয়। তখন উনি আমাকে খারাপ প্রস্তাব দেন৷
নূরুন্নাহার আরো বলেন, ‘আলাউদ্দিন হাওলাদার মধ্যরাতে আমাকে কল দিতেন৷ আমাকে বলতেন, ‘তোমাকে আওয়ামী লীগের কর্মী বানাবো, তোমার নাম-ঠিকানা এমপি সাহেবের কাছে জমা দিবো, তোমাকে নেত্রী বানাবো।’ আমি একজন বিবাহিতা নারী৷ উনি কেন এত রাতে আমাকে কল দিবেন! রাত-দিন ২৪ ঘণ্টা উনি আমাকে বিরক্ত করতো। আমি এসবের প্রতিবাদ করেছি। এলাকার লোকদেরসহ জসিম ভাইকে (ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি) জানিয়েছি। এতে উনি ক্ষিপ্ত হয়ে আমার স্বামী বিদেশ থেকে চলে আসার পরে আমাদের ওপর অনেক অত্যাচার করেছে। আমার বাড়িতে তালা মেরে দিবে, এমন হুমকিও দিয়েছে ওই চরিত্রহীন। আমার মেয়েটা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, ছেলেটা এসএসসি দিবে, আরেক ছেলে ক্লাস ফাইভে পড়ে। কিন্তু আমার সংসারটাও ভেঙে দিয়েছে আলাউদ্দিন৷’
তিনি বলেন, ‘আলাউদ্দিন একজন ভূমিদস্যু। আমার একটা জায়গা ছিল, যেটি বিক্রি করার জন্য আমি অনেকদিন দৌঁড়াদৌড়ি করেছি৷ কিন্তু আলাউদ্দিন আমাকে জায়গাটি বিক্রি করতে দেননি। অন্য লোকের মাধ্যমে সে জায়গাটি গ্রাস করেছে। আমি ন্যায্যমূল্য পাইনি।’
নূরুন্নাহার বলেন, ‘আপনাদের মেয়েরা বড় হবে, স্কুলে-কলেজে যাবে৷ তারা এইরকম বুড়ো, বাপের বয়সী লোকের কাছে কেন নির্যাতিত হবে? আলাউদ্দিন মেম্বার অশ্রাব্য ভাষায় আমার সাথে কথা বলেছে। কোনো লুইচ্চা, চরিত্রহীন লোককে আপনারা ভোট দিবেন না৷ নয়তো পরকালে আপনাদের জবাবদিহি করতে হবে৷ আজকে পুরো এলাকা মাদকে ভাসছে। এসবের শেল্টারদাতা আলাউদ্দিন৷ আমি ২৭ বছর ধরে এই এলাকায়। আগে এরকম বাজে অবস্থা ছিল না।