পরকীয়া প্রেমের জন্য পাঁচ বছরের শিশু নাতিশাকে কুপিয়ে হত্যার দায়ে সৎ মা তিথি আক্তার মুক্তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে তাকে। সোমবার দুপুরে খুলনার সিনিয়ার দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এই আদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, বান্দরবানে কর্মরত আনসার সদস্য খাজা শেখের দ্বিতীয় স্ত্রী তিথি আক্তার মুক্তা। পরকীয়া প্রেমে বাধা হওয়ার জন্য গত ৫ এপ্রিল রাত ৯টায় খুলনা তেরথাদা উপজেলার আড়কান্দি স্বামীর বাড়িতে দা দিয়ে সাত কোপ মেরে শিশু নাতিশাকে হত্যা করে মুক্তা।
এই ঘটনায় নিহতের দাদা বাশার শেখ বাদী হয়ে তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করে। এই মামলার দায়েরের পর ৩১ মে তেরখাদা থানার এসআই শফিকুল ইসলাম মুক্তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এই মামলার চার্জশিটভুক্ত ২৫ জনের মধ্যে ২৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন আদালত।