নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর থেকে সাড়ে ৩ কেজি গাজাঁসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ভোরে পাগলা দক্ষিণ নয়ামাটি ভাবির বাজার এলাকায় র্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, দক্ষিণ নয়ামাটি ভাবির বাজার এলাকার মৃত আব্দুর রাজ্জাক ভাঙ্গারীর ছেলে ইমতিয়াজ হোসেন ওরফে কালু (৩২) ও তার সহযোগী মোঃ আশিক (৩০)।
সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন যাবত কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ইমতিয়াজ হোসেন কালু ও তার একাধিক সহযোগীরা পাইকারি মাদকের বেচা-কেনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সাড়ে ৩ কেজি গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, দক্ষিণ নয়ামাটি এলাকার চিহ্নিত মাদক সম্রাট ইমতিয়াজ হোসেন কালু গ্রেফতার হলেও তার সহযোগী দক্ষিণ নয়ামাটি এলাকার মৃত আব্দুর রাজ্জাক ভাঙ্গারীর ছেলে মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ভাঙ্গারী সোহেল, লিটন, স্বাধীন, চিহ্নিত মাদক ব্যবসায়ী দুলাল, নাদিম, গ্রিল সুজন, পশ্চিম নন্দলালপুর এলাকার সাগর, দূর্জয়, নয়ামাটি এলাকার সেলিম, সুমন ওরফে গাঞ্জা সুমন রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। রাজনৈতিক ছত্রছায়া ও প্রশাসনের ঢিলেঢালা অভিযানকে কাজে লাগিয়ে মাদক ব্যবসায়ীরা কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গড়ে তুলেছেন ইয়াবা, হেরোইন, মদ, গাজাঁ, ফেন্সিডিলের পাইকারি বেচা-কেনার হাট। দীর্ঘদিন যাবত এসব মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করে আসছিল ইমতিয়াজ হোসেন কালু ও তার সহযোগীরা।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) সূত্রে জানা যায়, পাগলা নয়ামাটি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইমতিয়াজ হোসেন কালু ও তার সহযোগী আশিককে সাড়ে তিন কেজি গাজাঁসহ গ্রেফতার করেছে র্যাব-১১। মাদক ব্যবসা সংক্রান্ত বিষয়ে র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী তাদের একাধিক সহযোগীদের কথা শিকার করেছে। মাদক ব্যবসায় জড়িতদের অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।