নারায়ানগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদের সমর্থন করায় আফতাবের উপর হামলা করেছে কাউন্সিলর প্রার্থী রবিউল ও তার সমর্থিত লোকেরা।
শুক্রবার(১০ ডিসেম্বর)বিকেল সাড়ে ৩টায় শহরের গলাচিপার রুপার বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
হামলার শিকার আফতাব উদ্দিন নাসিক ১৩ নং ওয়ার্ড যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক।
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়,রুপার বাড়ির সামনে রবিউল ইতিপূর্বেই উপস্থিত ছিলো তার গনসংযোগ বের করার জন্য।এসময় আফতাব তার লোকজন নিয়ে মিছিল করে যাবার সময় রবিউলের কাছে বলে ভাই আমি আমার লোকদের নিয়ে মিছিলটা করে চলে যাই।এই কথা বলতেই রবিউল আফতাবের গলা ধরে মারধর শুরু করে।রবিউল আফতাবকে মারতে দেখে রবিউলের সমর্থিত লোকেরাও আফতাবকে মারা শুরু করে। আর আফতাব হচ্ছে রবিউলের এলাকার লোক।
ভুক্তভোগী আফতাব হামলার বিষয়ে সংবাদ মাধ্যমকে জানায়,আমি নারায়ানগঞ্জ সিটি কর্পোরেশন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ভাইয়ের লোক। আজ খোরশেদ ভাইয়ের গনসংযোগ হবে তাই আমি বিকেলে আমার এলাকা থেকে একটি বিচ্ছিন্ন মিছিল নিয়ে যোগ দিতে যাবার সময় গলাচিপার রুপার বাড়ির সামনে আসলে রবিউল ভাই আমাকে মারধর করে এবং তার নির্দেশে তার লোকেরাও আমার উপর হামলা চালায়।এতে আমার শরীর রক্তাক্ত জখম হয় এবং আমার পড়নের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে তারা।
হামলার সত্যতা জানতে মোঃরবিউল হোসেনের মুঠোফোনে কল দিলে তিনি জানায়,এই ধরনের কোন ঘটনা ঘটেনি।এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।বর্তমান মিডিয়ার যুগ আপনেরা তদন্ত করেন দেখেন এটা সত্য কিনা।
আফতাব উদ্দিনের উপর হামলায় দুঃখ প্রকাশ করে কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান,আমরা চাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নারায়ানগঞ্জ সিটি কর্পোরেশনে।আফতাবের উপর যারা হামলা করেছে উনারা(রবিউল)সরকার দলীয় ক্ষমতাসীন লোক।তাদের বিরুদ্ধে আমাদের আর কিছু বলার নাই।আল্লাহর উপর তাদের বিচার ছেড়ে দিলাম।
এই বিষয়ে থানায় কোন অভিযোগ করা হবে কিনা জানতে চাইলে তিনি জানায়,আমরা এই বিষয়ে কোন অভিযোগ করবো না।আমরা চাই সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন।