নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দেশীয় অস্ত্রসহ চাঁদাবাজ চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব-১১। এসময় তাদের নিকট থেকে ১টি চাপাতি, ১টি সুইচ গিয়ার চাকু, ১ টি জিআই পাইপ, ৪টি ছোরা, ১টি রামদা উদ্ধার এবং ৩ টি মোটরসাইকেল জব্দ করা হয়। রোববার (১২ ডিসেম্বর) রাতের দিকে সাহেবপাড়ার মিতালী মার্কেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকার মোঃ আরব হোসেনের ছেলে মোঃ ইব্রাহীম(১৯), আড়াইহাজারের গহরদী এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে মোঃ আমির হোসেন(২৮), কুমিল্লার মেঘনার কান্দারগাঁও এলাকার মোঃ মহিউদ্দিনের ছেলে মোঃশফিকুল ইসলাম(২৮), রাজবাড়ী সদরের সামাদ মৃধার ছেলে মোঃআঃ কুদ্দুস মৃধা(২৮), চাঁদপুরের ফরিদগঞ্জের ফকিরবাজার এলাকার মৃত হানিফের ছেলে মোঃ আরমান(২০)। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান, তারা নারায়ণগঞ্জের আশেপাশের এলাকায় দলবদ্ধ হয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে চাঁদা আদায়, ছিনতাই ও বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।