স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করার পর এ দেশ স্বাধীন হয়েছে। এই ১৬ ই ডিসেম্বর মহান বিজয়ের মাস। বিজয়ের ৫০ বছর উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য , কুতুবপুর ইউনিয়ন ৪,৫,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দীন হাওলাদার সকল শহীদদের প্রতি বিনম্র
শ্রদ্ধা জানিয়েছেন এবং কুতুবপুর বাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এ সময় তিনি প্রতিবেদককে বলেন,১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিজয় অর্জন করে বাংলাদেশ। যেসব কীর্তিমান মানুষের আত্মত্যাগে এই বিজয় সম্ভব হয়েছিল, বিজয়ের দিনে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যেসব বীর মুক্তিযোদ্ধা নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে এ বিজয়কে অনিবার্য করে তুলেছিলেন, তাঁদের প্রতি জানাই সশ্রদ্ধ অভিবাদন।
পৃথিবীর সব স্বাধীন দেশের স্বাধীনতা দিবস থাকলেও বিজয় দিবস থাকে না। বাংলাদেশ সেই বিরল সৌভাগ্যের অধিকারী দেশ, যেটি ২৪ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের পর রণাঙ্গনে শত্রুকে পরাজিত করে বিজয় অর্জন করেছে।
আমাদের স্বাধীনতার বয়স এখন ৪৯ বছর। ইতিহাসের প্রেক্ষাপটে এটি খুব বেশি দীর্ঘ সময় না হলেও একটি জাতির উন্নয়ন-অগ্রগতির জন্য একেবারে কম নয়। স্বভাবতই প্রশ্ন আসে, যে লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই লক্ষ্য ও আদর্শ কতটা অর্জিত হয়েছে? স্বাধীনতার প্রধান আকাঙ্ক্ষা ছিল সব ধরনের অধীনতা থেকে মুক্তি এবং সমাজে গণতন্ত্র, ন্যায় ও সমতা প্রতিষ্ঠা। সব নাগরিকের মৌলিক চাহিদা ও মানবাধিকার নিশ্চিত করতে বাহাত্তরের সংবিধানে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে মৌলিক নীতি হিসেবে গ্রহণ করা হয়েছিল।
আমরা অনেকেই আমাদের জাতীয় পতাকার লাল সবুজ বর্ণের অর্থ জানিনা। আজকের এই বিজয়ে আমি এর মানে বলতে চাই। লাল বৃত্তটি সমান্য বাম দিকে স্থাপন করা হয়েছে, যেন পতাকাটি উড়ানোর সময় এটি মাঝ বরাবর দেখানো যায়। এটি বাংলার উপরে সূর্যদয় এবং ১৯৭১ সালের শহীদের যে রক্ত ঝড়েছিলো তার অর্থ বহন করে। সবুজ বর্ণ বাংলাদেশের ভূমির উজ্জ্বলতা প্রদর্শণ করে। আজ আমরা এই পতাকাটি অতি গর্ভের সঙ্গে বুকে ধারণ করে রেখেছি। ১৬ ডিসেম্বর- এমন একটি বিজয় যা আমাদের অনেক বিজয়ের দ্বার উন্মুক্ত করেছে। মুক্তিযোদ্ধাদের সালাম, আপনাদের কখনও ভোলা যাবে না। সবাইকে মহাম বিজয় দিবসের শুভেচ্ছা।