আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাসিক ৬নং ওর্য়াডের সাবেক সফল কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দিয়ে কাউন্সিলর প্রার্থী সিরাজুল ইসলাম মন্ডল বলেন ওয়ার্ডবাসীর উন্নয়নে আমি নিরলস কাজ করতে চাই। ৬নং ওর্য়াডের সকল অন্যায় রুখে দিতে চাই। নির্বাচন করবো মাদক, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর গ্যাং এবং সকল অপকর্মের বিরুদ্ধে। আসন্ন নির্বাচনে ৬নং ওর্য়াডবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে কাউন্সিলর নির্বাচিত করবে বলে আমি আশাবাদি।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ত্রন ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী আতাউর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সদস্য জালাল উদ্দিন বেপারী, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রপ্ত সভাপতি হোসেন আহাম্মেদ সরদার, নারায়ণগঞ্জ জেলা মৎসজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মোল্লা, প্রচার সম্পাদক কবির মন্ডল, ৬নং ওর্য়াড বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আয়নুল হক, ৬নং ওর্য়াড যুবলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ইসমাইল হোসেন ইমন প্রমূখ।
উল্লেখ্য, নির্বাচন কমিশন আগামী ১৬ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষনা দেয়। তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ২০২১ সালের ১৫ ডিসেম্বর। ২০ ডিসেম্বর মনোনয়ন বাছাই এবং ২৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষদিন নির্ধারণ করা হয়েছে। আর ভোট গ্রহণ হবে ২০২২ সালের ১৬ জানুয়ারী ।