দেওয়ানবাগী হুজুর ১৯৪৯ সালের ১৪ই ডিসেম্বর ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ বাহাদুরপুর গ্রামে সৈয়দ বংশে জন্মগ্রহন করেন।সেখানকার তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা পড়াশোনা করেছেন।মুক্তিযুদ্ধের সময় তিনি তার ৭২জন সংঙ্গী সাথীদের নিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন।
মুক্তিযোদ্ধে ৩ সেক্টরে জেনারেল এ কে এম শফিউল্লাহর টীমে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।দেশ স্বাধীন এর পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এরপর তিনি তৎকালীন জামানার মোজাদ্দেদ ইমাম শাহ চন্দ্রপুরীর দরবারে গিয়ে বায়েত হন এবং আধ্যাতিক সাধনায় নিজেকে আত্মনিয়োগ করেন।পরবর্তীতে তিনি আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি ও আশেকে রাসূল হওয়ার শিক্ষা দিয়েছেন।
এই মহামানবের শুভ জন্মদিনে তার জেষ্ঠ্য সাহেবজাদা ইমাম ড.নূর-এ-খোদা আল-আজহারী(মাঃআঃ) নারায়ণগঞ্জ এর মদনপুর দেওয়ানবাগ গ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।উক্ত অনুষ্ঠানে তিনি বলেন মোহাম্মদী ইসলাম শান্তির ধর্ম যা অনুসরন করলে বাস্তব জীবনে শান্তি পাওয়া যায়।তিনি আরে বলেন যদি সমাজের বিত্তবান শ্রেণির লোকজন এগিয়ে আসে এবং এমন উদ্যোগ গ্রহন করে তবে কেউ শীতে কষ্ট পাবে না।অনুষ্ঠান শেষে বিশ্ববাসীর শান্তি ও মুক্তি কামনা করে মোনাজাত করেন।