তারিখ : ডিসেম্বর, ২০, ২০২১, | নিউজটি পড়া হয়েছে :
১৬১ বার
মো. রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার:
বেনাপোলে একটি পিকআপ ভ্যান থেকে ১৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ হেলাল উদ্দিন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২০শে ডিসেম্বর) রাত ৯টায় বেনাপোল ফিলিং স্টেশন এলাকা থেকে পিকআপ ভ্যানসহ তাকে আটক করা হয়। আটক আসামী হেলাল বেনাপোল পোর্ট থানাস্থ নামাজ গ্রামের মৃত মাহতাফ মোড়লের ছেলে।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান বলেন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রোকনুজ্জামান ও এএসআই মাসুম পারভেজ একটি পিকআপ ভ্যান তল্লাশী করে ১৬০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেন।