মো. রাসেল ইসলাম:
যশোরের শার্শার বাগআঁচড়া পল্লীতে কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে ফাহাদ হোসেন (৮) ও শায়ন্তি (৭) বছর বয়সী দুই শিশু মারাত্মকভাবে আহত হন।
সোমবার শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা দক্ষিণ পাড়ার একটি আমবাগানে এ ঘটনা ঘটে। আহত দুই শিশুকে দ্রুত ঘটনা স্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে ফাহাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ফাহাদ একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে ও শায়ন্তি কাঠুরি গ্রামের পিন্টুর মেয়ে।
আহত শায়ন্তি জানায়, তারা দুজনে বাড়ির পাশে আব্দুর রহিমের আমবাগানে খেলছিল। এসময় বাগানে পড়ে থাকা প্লাস্টিকের প্যাকেট খুলে দেখে তার ভিতর চাউলের কুড়ার মধ্যে লাল টেপ প্যাচানো দুইটি বল আছে। ফাহাদ ওই কৌটা দুটা বের করে খেলার বল মনে করে একটির টেপ খুলে ফেললে বিকট আওয়াজ হয়ে সেটি বিস্ফোরণ হয়। এতে ফাহাদ মারাত্মকভাবে আহত হয় এবং আমি হাতে ও মুখে অল্প আঘাত পাই। পরে এলাকার লোকজন এসে আমাদের উদ্ধার করে এবং ফাহাদকে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মো. বদরুল আলম খান বলেন ঘটনাস্থল পরিদর্শন ও একটি বোমা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।