দাবীকৃত টাকা না দিতে পারায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত পরিচ্ছন্নকর্মী তার আবাসনস্থলে প্রবশে করতে পারছেনা। আবাসনস্থল বঞ্চিত সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীরা জানান, “ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিচ্ছন্ন কর্মীদের সংগঠন ওয়াকার্স ইউনিয়নের” সভাপতি শিমুল ও সাধারন সম্পাদক কিশোরকে তাদের দাবীকৃত টাকা না দিতে পারায় সেখানে তারা বসবাস করতে পারছেন না।
একাধিক পরিচ্ছন্ন কর্মী জানান, নগরীর অক্টোঅফিসের পাশে পিলখানা পরিচ্ছন্নকর্মী সিটি কলোনী,পাইকপাড়া ডাইলপট্রিসহ একাধিকস্থানে সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত ভবনগুলোতে পরিচ্ছন্নকর্মীদেরকে তাদের আবাসনটুকু বুঝিয়ে দিচ্ছেনা। তবে আবাসস্থল বুঝে নিতে শিমুল ও কিশোরকে মোটা অংকের টাকা দিতে হচ্ছে। যে পরিচ্ছন্ন শিমুল-কিশোরকে টাকা দিতে পেরেছে তারাই মাত্র সেখানে ঘর ও চাকুরী বুঝে পাচ্ছে।
তারা আরও বলেন,শিমুল ও কিশোরের সাথে এরুপ অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নেয়ার সাথে সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তা সরাসরি জড়িত থাকার ফলে দূর্নীতিবাজ শিমুল-কিশোর এ ন্যাক্কারজনক কাজ করতে সাহস পাচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। আবাসন বুঝে নিতে সর্বোচ্চ তিন লক্ষ টাকা আর সর্বনিন্ম ৫০ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে পরিচ্ছন্নকর্মীদের। তারা বলেন,পরিচ্ছন্নতার কাজ করে যে পরিমানে বেতন আমরা সিটি কর্পোরেশন থেকে পাই তা দিয়ে সংসার চালাতেই কষ্ট হয়। তাহলে সরকার কর্তৃক আমাদের পরিচ্ছন্নকর্মীদেরকে আবাসনে উঠতে গিয়ে এতটাকা কোথ্থেকে দিবো।
নাম প্রকাশে একাধিক পরিচ্ছন্নকর্মী জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিচ্ছন্ন কর্মীদের সংগঠন ওয়াকার্স ইউনিয়নের” সভাপতি শিমুল ও সাধারন সম্পাদক কিশোর বিগত আওয়ামীলীগের শাসনামলে আওয়ামীলীগের ব্যানারে অবস্থান করে সিটি কর্পোরেশনের কয়েকজন কাউন্সিলরের ( মেয়র আইভীর আস্থাভাজনরা ) সাথে থেকে মিছিল-মিটিং করে নিজেদেরকে বড়মাপের নেতা পরিচয় দিয়ে বিগত সময়েই আমাদের পরিচ্ছন্নকর্মীদের চাপের মুখে রাখতেন এবং বেতনের টাকা থেকেও আমাদের কাছ থেকে টাকা কেটে রাখতো এ শিমুল-কিশোর। এছাড়া সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীরা কেউ মৃত্যুবরন করলে সিটি কর্পোরেশন কর্তৃক মৃতদের জন্য যে টাকা বরাদ্ধ করতো সেখান থেকেও ৫ হাজার টাকা করে রেখে দিতো এ শিমুল ও কিশোর।
বর্তমানে পরিচ্ছন্নকর্মীরা সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত তাদের আবাসনে যেতে না পেরে অর্থলোভী শিমুল ও কিশোরের প্রতি ক্ষোভে ফেটে উঠেছেন পরিচ্ছন্নকর্মীরা। তারা বলেন, শিমুল ও কিশোর সিটি কর্পোরেশনের নামে আমাদেও কাছ থেকে টাকা দাবী করছে। তারা বলছে যে,সিটি কর্পোরেশনের কর্তারা তো আর তোমাদেও কাছে টাকা চাইতে পারবেনাঅ তাই তারা আমাদেরকে দিয়ে তোমাদেও কাছ থেকে টাকা দাবী করছে। যদি তোমরা টাকা না দাও তাহলে তোমাদেরকে সেই ঘর বনাদ্ধ দেয়া হবেনা। শুধু তাই নয় টাকা না দিলে তোমাদের চাকুরীও চলে যেতে পারে। এমনটাই ভীতি আমাদেরকে দেখাচ্ছে শিমুল ও কিশোর পরিষদ।
সিটি কর্পোরেশন কর্তৃক পরিচ্ছন্নকর্মীদের জন্য তৈরী আবাসনে প্রবেশ করতে শিমুল ও কিশোর পরিষদ যে অনৈতিভাবে টাকা চাচ্ছে এবং নিচ্ছে সে বিষয়টি সুষ্ঠ তদন্ত তাদেও বিরুদ্ধে প্রয়োজনয়ি ব্যবস্থা গ্রহন এবং আমাদেরকে আবাসনে প্রবেশ করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসকের সুদৃষ্টি কামনা করছেন পরিচ্ছন্নকর্মীরা।





















