আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের জনগনের মনোনীত মেম্বার পদে প্রার্থী হিসেবে তরুন সমাজ সেবক এম,কামরুল ইসলাম অপু লাটিম মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করছেন। এ উপলক্ষে ২৪ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় এক নির্বাচনী প্রচার মিছিলের আয়োজন করা হয়েছে। লাটিম মার্কা প্রতীকের মিছিলটি সর্বস্তরের জনগনের অংশ গ্রহনের মাধ্যমে বেলা ৩টায় ফতুল্লা রেল স্টেশানের সামনে হতে শুরু হয়ে দাপইদ্রাকপুর,কান্দাপাড়া ও শৈলকুড়িয়া প্রদক্ষিন করে দাপা ইদ্রাকপুর সাহার নগর জামে মসজিদের সামনে এসে শেষ হবে। এম,কামরুল ইসলাম অপু এলাকার জনগনের প্রতি সালাম জানিয়ে উক্ত নির্বাচনী প্রচার মিছিলে অংশ গ্রহন করার জন্য বিনয়ের সহিত আহবান জানিয়েছেন।