মো. রাসেল ইসলাম: বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় শুল্ক ফঁাকি দিয়ে ভারত থেকে আমদানিকৃত ক্যাপসিকামের ভিতর থেকে বিপুল পরিমান শাড়ি, থ্রি পিস ও মাদকের সিসা উদ্ধার করেছে বেনাপোল কাস্টমস।
রোববার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে বন্দরের ৩১ নং শেডে রাখা আমদানিকৃত ক্যাপসিকামের একটি ভারতীয় ট্রাক থেকে এসব পণ্য উদ্ধার করে।
জাতীয় গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক ফরহাদ হোসেন বলেন গোপন সংবাদে জানতে পারি, ভারত থেকে ক্যাপসিকামের একটি চালানের মধ্যে শাড়ি, থ্রি-পিস, ও সিসা মাদক আসছে। এমন খবরে ভারতীয় ট্রাক থেকে পণ্য আনলোড করে বিপুল পরিমান শাড়ি থ্রি পিস, সিসা মাদক ও বিভিন্ন রকম পণ্য পাওয়া যায়।
ক্যাপসিকামের এ চালানের আমদানি কারক সিয়াম এন্টারপ্রাইজ ও সিঅ্যান্ডএফ এজেন্ট স্বদেশ ইন্টারন্যাশনাল।
বেনাপোল কাস্টমস হাউজের জয়েন্ট কমিশনার আব্দুর রশীদ ভারতীয় ট্রাক থেকে অবৈধ পণ্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।