নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মননীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন জনগণ নৌকা প্রতীককেই বেছে নিবে। বুধবার বিকালে গণসংযোগ কালে তিনি এ কথা বলেন। নাসিক ৮নং ওয়ার্ড পাঠানটুলি আইলপাড়া থেকে তিনি গণসংযোগ শুরু করেন। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেয় নাসিক ৮নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা, বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও এলকার সাধারণ ভোটাররা। আইভী হেটে হেটে পুরো ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। গত নির্বাচনের সময় যেসব সড়কে দিয়ে পায়ে হাটার অনুপোযী ছিলো এখন সেই সব সড়ক দিয়ে বড় বড় গাড়ী চলছেল। বিগত পাঁচ বছরের এসব উন্নয়নের জন্য আইভীকে এসময় ধন্যবাদ দেন স্থানীয়রা। এসময় সাংবাদিকদের ডা. সেলিনা হায়াত আইভী বলেন, মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেয়ার পর আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করলাম। নৌকা প্রতীকে গত নির্বাচনেও জয়ী হয়েছি। এবারও জনগণ নৌকা প্রতীককেই বেছে নিবে। নৌকার জয় হবে ইনশাল্লাহ।
এসময় তার সাথে থাকা সাধারণ মানুষদের দেখিয়ে তিনি বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে সাধারণ মানুষ স্বতস্ফুর্তভাবে নৌকার জনসংযোগের সাথে আছে। আমার সাথে মুক্তিযোদ্ধারা আছে, স্থানীয় নেতৃবৃন্দরা আছে, যুবসমাজরা আছে। বিজয়ের ব্যাপারে আমি আশাবাদি। জনগণের ভোটে নৌকা জয়ী হবে। পুনরায় নির্বাচিত হলে নতুন কি পরিকল্পনা আছে জানতে চাইলে আইভী বলেন, আসলে এই মূহুর্তে পরিকল্পনার কথা বলা যাচ্ছে না। আমি আমার পরিকল্পনার কথাগুলো সামনে বলবো। এখন প্রচারণার সময়। প্রতিদ্বন্দি প্রার্থীর বিষয়ে জানতে চাইলে বলেন, আমার প্রতিদ্বন্দি প্রার্থী সকলেই। যারাই নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন তারা সকলেই আমার প্রতিদ্বন্দি। সকলের প্রতিই আমি সম্মান জানিয়ে আমি আমার নির্বাচনি প্রচারণা চালিয়ে যাবো। এসময় তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা, মুক্তিযোদ্ধা মজিবুর সাউদ, মুক্তিযোদ্ধা মজিদ সাউদ, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা এহসান কবির রমজান, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবুসহ আরো নেতৃবৃন্দরা।