নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন বলেছেন কাউন্সিলর হই বা না হই, এলাকার উন্নয়নে সব সময় কাজ করব।
শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়াস্থ রহিম মেম্বারের পুরাতন বাড়ী এলাকায় নির্বাচনী মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বিগত ৫ বছরে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি আপনাদের সেবায় কাজ করেছি। এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ বেড়েছে। আসন্ন নির্বাচনে আমি জয়ী হয়ে এসব সমস্যা দূরীকরণে কাজ করতে চাই। আমি আপনাদের কাছে ভোট চাইনা, আমি আপনাদের দোয়া চাই। যাতে আমি সব সমস্যা দূর করে এলকার এবং জনগণের সেবায় কাজ করতে পারি। আমার এলাকা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। এজন্য সকলের সহযোগিতা আমার প্রয়োজন। বিগত দিনের কর্মকা- বিবেচনা করে আপনারা আমাকে ভোট দেবেন।
আক্তার হোসেন ভূইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছলিম উদ্দিন ভূইয়া, মাওলানা আমিনুল ইসলাম, জাহাঙ্গির আলম, মোক্তার হোসেন মুকতুল, মোক্তার হোসেন, মনির হোসেন, আনোয়ার হোসেন আনু, গিয়াসউদ্দিন, আমির হোসেন, মোহাম্মদ মমিন, সোলেইমান পলাশ, কাউছার আহাম্মেদ, মাস্টার মহিউদ্দিন, জসিম উদ্দিন ও কামরুল ইসলাম প্রমূখ।