সোনারগাঁও সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহার নেতৃত্বে সরকারি হাসপাতাল থেকে বিনা টেন্ডারে গাছ কেটে বিক্রি ও তার নিজ বাসাসহ তার অফিস হিসাব রক্ষক মাহমুদুল্লাহ ও প্রধান সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম এবং পিয়ন কালামের বাসায় ফার্নিচার বানানোর অভিযোগ উঠেছে।
সরেজমিনে শনিবার (১ জানুয়ারী) সরেজমিন গিয়ে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে ফার্নিচার মিস্ত্রী মোয়াজ্জেম হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহাসহ হিসাবরক্ষক মাহমুদুল্লাহ প্রধান সহকারী নজরুল ইসলাম ও পিয়ন কালামের বাসায় ফার্নিচার বানিয়ে পাঠিয়ে দিয়েছে।
অপরদিকে শুক্রবার সকালে স্থানীয় লোকেরা হিসাবরক্ষক মাহমুদুল্লাহকে কোন টেন্ডার ছাড়া আসবাবপত্র বিক্রি করার সময় হাতেনাতে আটক করে। পরবর্তীতে সোনারগাঁ থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান,অভিযোগ সত্য নয় একটি কমিটি গঠন করে হাসপাতালের গাছটি বিক্রি করা হয়েছে।সমস্ত টাকা মসজিদের ফান্ডে জমা দেয়া হবে।কেউ যদি ফার্নিচার বানায় সেটা তার ব্যক্তিগত।