বৈশ্বিক মহামারী করোনার প্রকোপ এখনও শেষ হয়নি। করোনার আরেকটি রুপ ওমিক্রন বিশ্বের বেশীরভাগ দেশে ছড়িয়ে পড়ায় চিন্তিত বিশ^ স্বাস্থ্য সংস্থাসহ প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধান। ইতিমধ্যে বাংলাদেশেও ওমিক্রন আক্রান্তের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। সরকারও আপ্রান চেষ্টা করছেন তা রোধের। তার জন্য এখনও পর্যন্ত সরকারী নির্দেশনা পালন করতেও দেশের আপমর জনগনকে নির্দেশনাও দিয়েছেন। কোভিডের টিকা নিলেও মুখে মাস্ক পড়া বাধ্যতামুলক ও স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা রয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্যমন্ত্রী আরেক নির্দেশনা দিয়েছেন গনপরিবহনে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল এবং হোটেলে খাবার খেতে হলে টিকার সনদ দেখাতে হবে। কোভিড সচেতনতায় এত নির্দেশনা থাকলেও অনেকটাই বিপরীত অনুষ্ঠান দেখা গেলো গত বছরের ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি ইউপির ৭২ জন সদস্যরা শপথ অনুষ্ঠানে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার সম্মেলন কক্ষে দেখা যায় এমন চিত্র। উপজেলা নির্বাহী কর্মকর্তা নবনির্বাচিত মেম্বারদেও শপথ বাক্য পাঠ করান। সেখানে বেশীরভাগ মেম্বারের মুখে কোন মাস্কের বালাই ছিলনা এবং ছিলনা সামাজির দুরত্বের কোন চিহৃ। স্থানীয় সরকারের একটি অংশ হচ্ছেন দেশের প্রতিটি উপজেলা ও ইউপির চেয়ারম্যান ও মেম্বাররা। সরকারের প্রদত্ত নির্দেশনা মানতে তারাই জনসাধারনকে সচেতন করবেন এটাই স্বাভাবিক কিন্তু জনগনকে সচেতনকারীরা নিজেরাই যখন অসচেতনের ভুমিকা পালন করেন সেক্ষেত্রে দেশের উপকারের চেয়ে অপকারই বেশীর হওয়ার সম্ভবনা দেখা দেয়।
উপজেলা প্রাঙ্গনে উপস্থিত অনেকেই এ নিয়ে ব্যাক আলোচনা-সমালোচনা করে বলেন, বিশ^ব্যাপী এখনও পর্যন্ত করোনার প্রভাব চলছে। তারপরে নতুন করে আবার এসেছে ওমিক্রন নামের আরেকটি ভাইরাস। যা বাংলাদেশেও কয়েক জনের দেহে ধরা পড়েছে। গত কয়েকদিন যাবত সুর উঠেছে আবারও লকডাউন আসতে পারে। গত দুই বছরে করোনার ধকল কাটিয়ে উঠতে পারেনি দেশের খেটে-খাওয়া মানুষগুলো। তারপর আবার যদি করোনার কিংবা ওমিক্রনের জন্য লকডাউন দেয়া হয় তাহলে মরার উপক্রম ছাড়া অন্যকোন পথ থাকবেনা। জনপ্রতিনিধিরা যদি নিজেরা সচেতন না হয় তাহলে তাদেও ইউনিয়ন কিংবা ওয়ার্ডের সাধারন মানুষগুলোকে কিভাবে সচেতন করবেন এটাই আমারে প্রশ্ন ?