নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ৬টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৭২ জন ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলায়।
মঙ্গলবার(৪ জানুয়ারি)বিকেল ৩টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার হলরুমে অনুষ্ঠিত হয় এ শপথ গ্রহন অনুষ্ঠান।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃরিফাত ফেরদৌস কুতুবপুর,কাশিপুর, এনায়েতনগর,বক্তাবলি,আলীরটেক ও গোগনগর এই ৬ ইউপির ৭২ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদ বিশ্বাস।
শপথ বাক্য পাঠ শেষে সদর ইউএনও রিফাত ফেরদৌস ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন,আপনেরা নিজেরাও জানেন না আপনেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সদস্য। আপনাদের ভাবতে হবে আপনেরা সরকারের প্রতিনিধি। আপনাদের জনগনের জন্য কাজ করতে হবে।আপনেরা জনগনের ভোটে নির্বাচিত হয়েছেন।আপনেরা আপনার ইউনিয়নে জনগনের জনকল্যানে কতটুকু কাজ করেন তা আজকের কর্মকান্ডে প্রকাশ পাবে।আপনেরা যদি ভাল কাজ করেন তাহলে মানুষ আপনাদের সম্মান করবে আর যদি মানুষের জন্য কাজ না করেন তাহলে অসম্মান করবে বা গালি দিবে। এখন আপনেরাই বেছে নিবেন আপনেরা কোনটা নিবেন।তাই আপনেরা আপনাদের এলাকার ভালো কর্মকান্ডে নিযুক্ত হবেন।