নির্বাচনকে কেন্দ্র করে প্রতিহিংসার জেরে ভূলতা ইউনিয়নের মাঝিপাড়ার ৫টি দোকান ভাংচুর করায় আদালতে পিটিশন মামলা দায়ের এবং ভাংচুরের কারনে চেয়ারম্যান মোঃআরিফুল হক ভূঞাকে আদালত কতৃর্ক শোকজ।
ভুক্তভোগী মামলার বাদী রুপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের সাবেক সফল চেয়ারম্যান মৃত্যু শাহজাহান ভূঞার ছেলে মোঃতারেকুল ইসলাম।
জানা যায়,গত বছরের ১১ নভেম্বর ২য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।উক্ত নির্বাচনে মোঃতারেকুল ইসলাম আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য কেন্দ্রে নৌকা প্রতীকের জন্য আবেদন করে কিš‘ কেন্দ্র থেকে অপর প্রার্থী মোঃ আরিফুল হক ভূঞাকে নৌকা প্রতীক দেয় এবং আরিফুল নির্বাচনে জয় লাভ করে। উক্ত নির্বাচনে নৌকার প্রার্থী হতে চাওয়াকে কেন্দ্র করে গত ১জানুয়ারি র“পগঞ্জের ভূলতা ইউনিয়নের মাঝিপাড়ায় এলজিডিই এর রাস্তা মেরামত প্রকল্পের নামে ভূলতার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আরিফুল হক ভূঞার নির্দেশে মোঃ তারেকুল ইসলামের ৫টি দোকান ভাংচুর করে প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে এবং মামলা মোকাদ্দমায় গেলে অবশিষ্ট দোকান ও বাড়ি ভাংচুর করার হুমকি প্রদান করে। এতে ভুক্তভোগী তারেকুল ভূলতা ফাঁড়ির পুলিশকে জানালে খবর পেয়ে উপ পরিদর্শক হুমায়ন কবির ও সহকারী উপ পরিদর্শক বারেক ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানকে ভাংচুরের ঘটনা জিজ্ঞাসা করলে চেয়ারম্যান ও তাদের সমর্থিত লোকেরা পুলিশের সাথে অসৌজন্যমূলক আচারণ করে।এনিয়ে ভুক্তভোগী মোঃতারেকুল ইসলাম নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তারের আদালতে গত ৩ জানুয়ারি উপস্থিত হয়ে ভূলতা ইউপি চেয়ারম্যান মোঃ আরিফুল হক ভূঞা সহ অজ্ঞাতনামা ৭/৮ জনের নামে একটি পিটিশন মামলা দায়ের করে যার নাম্বার ১৮/২০২২। মামলা দায়েরই দিন আদালত কতৃর্ক ফৌঃকাঃবিঃ আইনের ১৪৫ ধারায় ভূলতা চেয়ারম্যানকে ভাংচুরের কারন দর্শানো দিতে বলা হয়।অন্যদিকে র“পগঞ্জ থানার ইনচার্জকে নালিশা ভূমিতে শান্তিশৃঙ্খলা বজায় রেখে দখল বিষয়ে প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করে।
ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানায়,গত ১তারিখ চেয়ারম্যান মোঃ আরিফুল হক ভূঞা বেশ কিছু লোকজন এনে তারেকুল চেয়ারম্যানের দোকান ভাংচুর করে।কারন একটাই তারেকুল এক দল থেকেই নৌকায় চেয়ারম্যান হিসেবে দাঁড়াতে চেয়েছিলো এই কারনে নির্বাচনে পাশ করে চেয়ারম্যান আরিফুল তারেকুলের দোকান ভাংচুর করেছে এবং তার সব দোকান সরিয়ে ফেলতে বলছে। চেয়ারম্যান দাবী করছে তারেকুল চেয়ারম্যানের দোকান নাকি রাস্তায় পড়ছে। এত বছর রাস্তায় দোকান ছিলো না এখন রাস্তায় দোকান চলে এসেছে।খবর পেয়ে পুলিশ আসলে চেয়ারম্যান পুলিশদের সাথে খারাপ ব্যবহার করে।
আদালতে দায়ের করা মামলায় উল্লেখ করা হয়,রূপগঞ্জের মাঝিপাড়ায় পৈতৃক ওয়ারিশ সূত্রে দীর্ঘ দিন যাবৎ দোকান চালিয়ে আসছে মোঃতারেকুল ইসলাম। কিন্তু গত ১ তারিখ বিকেল ৩টায় ভূলতা চেয়ারম্যান মোঃ আরিফুল হক ভূঞা ৭/৮ জন লোক নিয়ে তারেকুল ইসলামকে কিছু না জানিয়ে ভেকু দিয়ে পাঁচটি দোকান ভাংচুর করে প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষক্তিসাধন করে।এবং ২৪ ঘন্টার মধ্যে অবশিষ্ট দোকানপাঠ ও ঘরবাড়ি তা সরিয়ে না নিলে ভেকু দিয়ে ভাংচুর করার হুমকি প্রদান করা হয়। যদি মামলার বাদী এতে কোন বাঁধা প্রদান করে তাহলে বড় ধরনের অঘটন ঘটার সম্ভাবনা আছে বলে হুমকি প্রদান করে চেয়ারম্যান।এতে বাদী আতংকগ্রস্থ ও নিরাপত্তাহীনতায় ভোগার কারনে আদালতের শরণাপন্ন হয়েছেন।
আদালত থেকে রুপগঞ্জ থানায় যে শান্তিশৃঙ্খলা বজায় রেখে দখল বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয় তার দায়িত্বপ্রাপ্ত অফিসার মিন্টু সংবাদ মাধ্যমকে জানায়,আদালত থেকে যে নির্দেশ এসেছে তার প্রেক্ষিতে আমি ভূলতার মাঝিপাড়া ঘটনাস্থলে ৪০/৪৫ ধারা জারি করেছি শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য। আদালতের আদেশই পালন করা আমার যতটুকু দায়িত্ব আমি সে কাজই করছি।
মামলার বিষয়ে ভুক্তভোগী মোঃ তারেকুল ইসলাম জানায়,আমি গত ভূলতা ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীকের জন্য কেন্দ্রে আবেদন করেছিলাম কিন্তু কেন্দ্র আমাকে নৌকা না দিয়ে আরিফুল হককে দেয়। নৌকা প্রতীক না পাওয়ায় আমি নির্বাচনে দলের বিরুদ্ধে না গিয়ে নির্বাচন করি নাই। আমার বাবা একজন সাবেক সফল চেয়ারম্যান। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিহিংসার জেরে আমাদের পৈতৃক ওয়ারিশকৃত সম্পত্তিতে দীর্ঘ দিনের গড়ে ঘটা দোকানের মধ্যে পাঁচটি দোকান ভাংচুর করে প্রায় ৪০লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে এবং অবশিষ্ট দোকান ও বাড়ি সরিয়ে ফেলতে বলে না সরালে ভেকু দিয়ে পুনরায় ভেঙ্গে ফেলার হুমকি দেয়। তাই আদালতের নিকট শরণাপন্ন হয়েছি সঠিক বিচারের জন্য। পুলিশ এসে আমার এখানে একটি জরুরি অবস্থা জারি করে গেছে।যে যে অবস্থানে আসছে সে সেভাবে থাকে যেনো।
মামলার বিষয়ে মামলার বিবাদী মোঃ আরিফুল হক ভূঞা বলেন,আমি আরিফুলের কি জায়গার অভাব।তার জায়গা নিতে যাবো।তারেকুল আদালতকে ভূল বুঝিয়ে আমাকে শোকজ করেছে।আমি সরকারি কাজ হিসেবে রাস্তার জায়গা চেয়েছিলাম তারেকের কাছে। শুধু তারেকের কাছে না এলাকায় রাস্তার দুই ধারে যারা আছে তাদের সবার কাছ থেকেই তিন ফিট করে জায়গা চেয়েছি। কারন সরকারি জায়গা ১২ফিট জায়গায় এবং রাস্তা ও ড্রেনের জন্য আরো ৬ফিট করে জায়গা লাগবে। তাকে একাধিকবার ফোন দিয়েছি সে আমাকে জায়গা বুঝিয়ে দেয় নাই বরং উল্টাপাল্টা কথা বলছে। আপনে এলাকায় যান এলাকায় গিয়ে এলাকার মানুষদের সাথে কথা বলুন।