সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরবাগ এলাকায় আরজু মিয়ার মেয়ের বিবাহের গেইট রাতের আঁধারে ভেঙ্গে দিয়েছে দূর্বৃত্তরা।
৪ জানুয়ারি দিবাগত গভীর রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরবাগ এলাকায় আরজু মিয়ার মেয়ে সুরুভী আক্তারের বিবাহের গেইট ও আলোকসর্জ্জা লন্ডভন্ড করে দেয়। সুরভীর বড় ভাই সুজন জানান আমার বোনের বিবাহ অনুষ্ঠানে গেইট ও আলোকসজ্জা করা হয়েছে,গভীর রাতে কে বা কাহারা কুপিয়ে ভেঙ্গেচুরে লন্ডভন্ড করে দিয়েছে তা জানা নেই,তবে এই মিমেরবাগ এলাকায় গত ২মাস যাবত খুব আতংকে রহিয়াছে আমি সংবাদকর্মীদের মাধ্যমে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করি। এলাকাবাসীসহ জামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য মো.মোতালিব মিয়া জানান গত এক মাসের মধো ৩-৪টি ঘটনা ঘটেছে রাতের আঁধারে গহন আলীর ছেলে আলী আকবরের পেঁপে বাগান কেটে ফেলেছে,আলমাছের ছেলে জয়নালের ফলের বাগান কেটে ফেলেছে,মাহমুদের ছেলে মোগবিলের রবিশস্য ফসল শমুরুদ্দিনের ছেলে নুরুল ইসলামের ১শ’টি চিনাল ও খিড়াগাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। এলাকাবাসী জানান মোবাইলের মাধ্যমে তালতলা তদন্ত কেন্দ্রকে বিষয়টি অবগত করা হয়েছে। আপনারা গণমাধ্যম কর্মী আপনাদের সংবাদ প্রকাশের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করি।