কিশোরগ্যাংয়ে নির্ভর করে নাসিক নির্বাচনে খান মাসুদ !

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খান মাসুদ ভোটারদের উপর থেকে বেশি আস্থাশীল হয়ে পড়েছেন কিশোরগ্যাংয়ের উপর। নির্বাচনকে ঘেরে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাঁধা দেওয়ার ক্ষেত্রে কিশোরগ্যাংয়ে ত্রাসের রাজস্ব সৃষ্টি করে ফেলেছেন খান মাসুদ ওরফে সবজী মাসুদ।

 

এই খান মাসুদ নিজেকে জেলা যুবলীগ নেতা দাবী করলেও জেলা যুবলীগে নেই কোন পদ পদবী তবে বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে এখনো আছেন এই খান মাসুদ। তবে যুবলীগ নেতা এহসানুল হক নিপু ও ইমনের প্রভাবে এলাকায় ত্রাসের রাজস্ব সৃষ্টি করেছে খান মাসুদ। তাদের প্রভাবে নিজেকে যেনো ২২নং ওয়ার্ডের সর্বোসবা বানিয়ে ফেলেছেন। তবে প্রায় ১৫-২০ বছর আগে এই খান মাসুদ বন্দর ঘটে একটি ঠেলায় সবজী বিক্রি করতো বলে জানা যায়। সেখান থেকে তার আধিপত্য শুরু সেই থেকে আস্তে আস্তে এই খান মাসুদ সবজি বিক্রেতা থেকে বনে যায় নেতা ও কোটি টাকার মালিক।

 

এদিকে নাসিক নির্বাচনে ২২নং ওয়ার্ডে ঘুড়ি প্রতীকে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে সর্বত্র ১৩-১৬ বছর বয়সী কিশোরদের দিয়ে ছড়াছড়ি খান মাসুদের কিশোরগ্যাং। এতে আতংক শুরু হয়ে গেছে এলাকায়।ভোটারদের মাঝেও সৃষ্টি হয়েছে ভয়।

 

নাসিক ২২নং ওয়ার্ডে খান মাসুদ ছাড়াও টিফিন ক্যারিয়ার প্রতীকে সুলতান আহম্মেদ ভূঁইয়া,ঝুড়ি প্রতীকে ইসরাত জাহান খান স্মৃতি,ঠেলাগাড়ি প্রতীকে কাজী জহিরুল ইসলাম,রেডিও প্রতীকে মোহাম্মদ আব্দুল কুদ্দুস,লাটিম প্রতীকে মোঃ শাহ আলম এই পাঁচ জন প্রার্থী লড়ছেন। তবে এই খান মাসুদের শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মাঠে আছেন দুই বারের সফল কাউন্সিলর টিফিন ক্যারিয়ার প্রতীকে সুলতান আহম্মেদ ভূঁইয়া। বর্তমান কাউন্সিলর সুলতান আহম্মেদ ভূঁইয়া হলেও এই খান মাসুদের কিশোরগ্যাংয়ে হাত থেকে রক্ষা পাচ্ছেন না এই কাউন্সিলর ও তার পরিবার।

 

নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে সর্বত্র পোহাতে হচ্ছে কিশোরগ্যাংয়ে বাঁধায় সুলতানের বলে একটি অভিযোগও উঠেছে। যেখানেই নির্বাচনী প্রচারণায় যাচ্ছে সেখানেই কিশোরগ্যাংয়ে বাঁধা সহ নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে সুলতানের।

 

খান মাসুদের কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে এলাকাবাসী অভিযোগ করে বলছেন,খান মাসুদ কমিশনার না হবার আগেই যে পোলাপাইনদের দলবল নিয়ে ঘুরে এবং এলাকায় অন্য কোন প্রার্থীদের বাঁধা দিচ্ছে সে যদি কমিশনার হয়ে যায় আমাদের কতটুকু সেবা দিবে সেটাই হচ্ছে এখন প্রশ্ন। কারন নির্বাচন আসলে প্রার্থীরা হয় নরম কিন্তু খান মাসুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন্ন। একে তো প্রথম এবার কমিশনার প্রার্থী তার উপর এলাকায় যেই ত্রাস সৃষ্টি করেছে কিশোরগ্যাং দিয়ে এতেই তো আমরা আতংকগ্রস্ত।

 

নাম প্রকাশে অনিচ্ছুক বন্দরের আওয়ামী লীগের এক নেতা জানায়,খান মাসুদ ছেলে হিসেবে ভালো কিন্তু এই প্রথম সে নির্বাচনে অংশ নিয়েছে। আমরাও প্রথম প্রথম আশাবাদী ছিলাম ২২নং ওয়ার্ডেট পরিবর্তন হোক। কিন্তু খান মাসুদ যেভাবে ক্ষমতার অপব্যবহার করে কিশোরগ্যাং দিয়ে দাপট দেখাচ্ছে এতে তো ভোটাররাও হচ্ছে ভীতিগ্রস্ত আর এলাকায়ও সৃষ্টি হয়েছে উত্তেজনা। আমরা চেয়েছিলাম এলাকায় শান্তি কিন্তু খান মাসুদ নির্বাচিত হবার আগেই যেহারে অশান্তি শুরু করেছে সে যদি নির্বাচনে জিতে তাহলে এলাকায় কি পরিমান কিশোরগ্যাং সৃষ্টি হবে পাশাপাশি অপরাধ বেড়ে যাবে সেটা চিন্তা করছি আমি।

 

অন্যদিকে খান মাসুদের প্রতিদ্বন্দ্বী আরো পাঁচ প্রার্থী থাকলেও খান মাসুদ ও তার কিশোরগ্যাংয়ের বেশি বাঁধার সম্মূখীন হচ্ছে বর্তমান কাউন্সিলর সুলতান আহম্মেদ ভূঁইয়া।

 

এবিষয়ে সুলতান আহম্মেদের সাথে কথা হলে তিনি জানায়,আমি কারো বিরুদ্ধে কোন কথা বলবো না। ১৬ তারিখ ২২নং ওয়ার্ডের জনগন যাকে যোগ্য মনে করে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে। সেক্ষেত্রে আমাকে যদি তারা যোগ্য মনে করে তাহলে আমাকেই পুনরায় নির্বাচিত করবে। তবে এটা দেখেই আমার খারাপ লাগে যাদের আমি নিজ চোখে বড় হতে দেখেছি এবং আমার সংসারের বাজারের টাকা দিয়েও পড়ালেখার খরচ দিয়েছি আজ সেই সন্তানগুলো যদি দেখি কিশোরগ্যাংয়ে যুক্ত হয়ে গেছে এবং আমার নির্বাচনী প্রচারণায় বাঁধা দেয় তখন কলিজা ফেঁটে যায়। আমি তাদের বাবা বলে ডাক দিলে তারা চুপ হয়ে যায় আবার যখন আমি নির্বাচনী প্রচারণা শুরু করি তখন তারা বাশি,মাইক বাজানো শুরু করে।আমার এলাকার সন্তানগুলো কিভাবে ধ্বংস হচ্ছে দেখে আমি নিজেই হতবাক হচ্ছি। নির্বাচন নিয়ে নিজ ব্যক্তি স্বার্থে উঠতি বয়সী ছেলেগুলোকে ধ্বংস করে দিচ্ছে।

 

অন্যদিকে সুলতানের সাথে না পেরে তার স্ত্রীর বিরুদ্ধে বাচ্চাদের মারার এবং খান মাসুদকে সমর্থন করায় এক এনজিও কর্মীকে হুমকি দেবার অভিযোগ উঠেছে। এবিষয়ে সুলতানের স্ত্রী বলেন,খান মাসুদের নিকট থেকে টাকা খেয়ে আমার স্বামী ও আমার নামে অপ্রচার চালাচ্ছে। আপনেরাই তো বুঝেন যে আমার স্বামী বর্তমান কাউন্সিলর। আর সামনে নির্বাচন। একজন প্রার্থী হয়ে আরেকজন প্রার্থীদের বিরুদ্ধে কিভাবে অভিযোগ তুলে। সে যদি শিক্ষিত মানুষ হতো পড়ালেখা জানতো তাহলে একজন প্রার্থীর স্ত্রীর নামে লোক দিয়ে অপ্রচার চালাতো না। এতে অবশ্য আমার কোন ক্ষতি হচ্ছে না। মানুষ জানে আমি কেমন। উল্টো মানুষ আমাকে বলছে মন খারাপ করতে না। খান মাসুদ যাদের দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ তুলছে নুসরাত জাহান আখি ও রোজিনা তো ২২নং ওয়ার্ডের ভোটারই না। আখি তো বরিশালের ও রোজিনা কুষ্টিয়ার ভোটার। তাহলে আপনেরাই বুঝেন যে এই এলাকার ভোটার না তাকে আমি কিভাবে হুমকি দিবো।

 

তিনি আরো বলেন,বাচ্চাদের মারধরের বিষয়ে তিনি বলেন,প্রতীক পাবার আগে নূরবাগে ভোট জন্য সালাম জানাতে যাবার পর জাবন ভাই এর বউ আমার সাথে অকাথ্য ভাষায় গালিগালাজ করে। তাই আমি চলে আসি এবং প্রতীক দেবার পর আমার স্বামী কি প্রতীক পেয়েছে তার জন্য যাবার পর খাঁজা আমাকে ব্যঙ্গার্থ করে বলে আমি কিভাবে ভোট চাইতে গেলাম আমার লজ্জা করে না। তারপরই আওলাদের ছেলে আলিনূর আমাকে ভোট চাইতে গেলে বাঁধা দিয়ে বলে আমি ভোট চাইতে পারবো না। পরে আমি যাতে ভোট চাইতে না পারি তার জন্য আমার পাশে মাইক ও বাশি বাজানো শুরু করে। পরে আমার চারপাশ ঘেরে ফেলে ওইখানের কিশোরগ্যাং ও কিছু মহিলারা। আমার গায়ে পর্যন্ত একজন হাত দেয়। আমি পুলিশকে ফোন দিলে বন্দর থানার পুলিশ এসে আমাকে উদ্বার করে নিয়ে আসে। তাদের আগে থেকেই ওখানে রেখেছে যাতে আমরা ভোট চাইতে গেলে আমাদের বাঁধা দেয়। না পেরে আর তার ৪/৫ দিন পর বলছে আমি নাকি বাচ্চাদের মেরেছি। আমি কি বাচ্চার মা নই ? আমার সাত বছরের একটা ছেলে হারিয়েছে। আমি জানি সন্তান হারানো কত কষ্ট আর আমি সেই মা বাচ্চাদের চড় মারছি কিভাবে সম্ভব। ১৩-১৫ বছরের পোলাপাইন কি বাচ্চা? আমরা যেখানেই যাচ্ছি এই পোলাপাইন কিশোরগ্যাং আমাদের বিরক্ত করছে।

 

কিশোরগ্যাং দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাঁধা দেবার অভিযোগের বিষয়ে জানতে খান মাসুদের মুঠোফোনে(০ ১৭১২-৬৩৬৪**)কল দিলে তিনি কলটি রিসিভ করেননি)

সর্বশেষ সংবাদ



» ফতুল্লায় বিএনপির ছত্রছায়ায় অপরাধ সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট যুবলীগের মিঠু অধরা

» কুতুবপুরে বিএনপি’র মাদকবিরোধী অভিযান ১ কেজি গাঁজাসহ আটক ২

» নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের কমিটি ঘোষনা

» ডেমরা সারুলিয়া ওয়াসা রোডে প্রকাশ্যে চলছে জুয়ার বোর্ড

» প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানান ছাত্রদল নেতা পায়েল

» নারায়ণগঞ্জের এসপি বদলি, নতুন এসপি জসীম উদ্দিন

» তিন নেতাকে দেওয়া অব্যাহতি ফতুল্লা থানা বিএনপির যুগান্তকারী সিদ্ধান্ত : গিয়াসউদ্দিন লাভলু

» সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে ফ্রিজ বিস্ফোরণে দগ্ধ ৯ জন

» অবশেষে মাদক সম্রাট মিঠুন গ্রেফতার, অধরা কিলার আক্তার

» নারায়ণগঞ্জে নব-নির্বাচিত নিট ঐক্য ফোরামের বিজয় মিছিল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, খ্রিষ্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগ্যাংয়ে নির্ভর করে নাসিক নির্বাচনে খান মাসুদ !

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খান মাসুদ ভোটারদের উপর থেকে বেশি আস্থাশীল হয়ে পড়েছেন কিশোরগ্যাংয়ের উপর। নির্বাচনকে ঘেরে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাঁধা দেওয়ার ক্ষেত্রে কিশোরগ্যাংয়ে ত্রাসের রাজস্ব সৃষ্টি করে ফেলেছেন খান মাসুদ ওরফে সবজী মাসুদ।

 

এই খান মাসুদ নিজেকে জেলা যুবলীগ নেতা দাবী করলেও জেলা যুবলীগে নেই কোন পদ পদবী তবে বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে এখনো আছেন এই খান মাসুদ। তবে যুবলীগ নেতা এহসানুল হক নিপু ও ইমনের প্রভাবে এলাকায় ত্রাসের রাজস্ব সৃষ্টি করেছে খান মাসুদ। তাদের প্রভাবে নিজেকে যেনো ২২নং ওয়ার্ডের সর্বোসবা বানিয়ে ফেলেছেন। তবে প্রায় ১৫-২০ বছর আগে এই খান মাসুদ বন্দর ঘটে একটি ঠেলায় সবজী বিক্রি করতো বলে জানা যায়। সেখান থেকে তার আধিপত্য শুরু সেই থেকে আস্তে আস্তে এই খান মাসুদ সবজি বিক্রেতা থেকে বনে যায় নেতা ও কোটি টাকার মালিক।

 

এদিকে নাসিক নির্বাচনে ২২নং ওয়ার্ডে ঘুড়ি প্রতীকে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে সর্বত্র ১৩-১৬ বছর বয়সী কিশোরদের দিয়ে ছড়াছড়ি খান মাসুদের কিশোরগ্যাং। এতে আতংক শুরু হয়ে গেছে এলাকায়।ভোটারদের মাঝেও সৃষ্টি হয়েছে ভয়।

 

নাসিক ২২নং ওয়ার্ডে খান মাসুদ ছাড়াও টিফিন ক্যারিয়ার প্রতীকে সুলতান আহম্মেদ ভূঁইয়া,ঝুড়ি প্রতীকে ইসরাত জাহান খান স্মৃতি,ঠেলাগাড়ি প্রতীকে কাজী জহিরুল ইসলাম,রেডিও প্রতীকে মোহাম্মদ আব্দুল কুদ্দুস,লাটিম প্রতীকে মোঃ শাহ আলম এই পাঁচ জন প্রার্থী লড়ছেন। তবে এই খান মাসুদের শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মাঠে আছেন দুই বারের সফল কাউন্সিলর টিফিন ক্যারিয়ার প্রতীকে সুলতান আহম্মেদ ভূঁইয়া। বর্তমান কাউন্সিলর সুলতান আহম্মেদ ভূঁইয়া হলেও এই খান মাসুদের কিশোরগ্যাংয়ে হাত থেকে রক্ষা পাচ্ছেন না এই কাউন্সিলর ও তার পরিবার।

 

নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে সর্বত্র পোহাতে হচ্ছে কিশোরগ্যাংয়ে বাঁধায় সুলতানের বলে একটি অভিযোগও উঠেছে। যেখানেই নির্বাচনী প্রচারণায় যাচ্ছে সেখানেই কিশোরগ্যাংয়ে বাঁধা সহ নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে সুলতানের।

 

খান মাসুদের কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে এলাকাবাসী অভিযোগ করে বলছেন,খান মাসুদ কমিশনার না হবার আগেই যে পোলাপাইনদের দলবল নিয়ে ঘুরে এবং এলাকায় অন্য কোন প্রার্থীদের বাঁধা দিচ্ছে সে যদি কমিশনার হয়ে যায় আমাদের কতটুকু সেবা দিবে সেটাই হচ্ছে এখন প্রশ্ন। কারন নির্বাচন আসলে প্রার্থীরা হয় নরম কিন্তু খান মাসুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন্ন। একে তো প্রথম এবার কমিশনার প্রার্থী তার উপর এলাকায় যেই ত্রাস সৃষ্টি করেছে কিশোরগ্যাং দিয়ে এতেই তো আমরা আতংকগ্রস্ত।

 

নাম প্রকাশে অনিচ্ছুক বন্দরের আওয়ামী লীগের এক নেতা জানায়,খান মাসুদ ছেলে হিসেবে ভালো কিন্তু এই প্রথম সে নির্বাচনে অংশ নিয়েছে। আমরাও প্রথম প্রথম আশাবাদী ছিলাম ২২নং ওয়ার্ডেট পরিবর্তন হোক। কিন্তু খান মাসুদ যেভাবে ক্ষমতার অপব্যবহার করে কিশোরগ্যাং দিয়ে দাপট দেখাচ্ছে এতে তো ভোটাররাও হচ্ছে ভীতিগ্রস্ত আর এলাকায়ও সৃষ্টি হয়েছে উত্তেজনা। আমরা চেয়েছিলাম এলাকায় শান্তি কিন্তু খান মাসুদ নির্বাচিত হবার আগেই যেহারে অশান্তি শুরু করেছে সে যদি নির্বাচনে জিতে তাহলে এলাকায় কি পরিমান কিশোরগ্যাং সৃষ্টি হবে পাশাপাশি অপরাধ বেড়ে যাবে সেটা চিন্তা করছি আমি।

 

অন্যদিকে খান মাসুদের প্রতিদ্বন্দ্বী আরো পাঁচ প্রার্থী থাকলেও খান মাসুদ ও তার কিশোরগ্যাংয়ের বেশি বাঁধার সম্মূখীন হচ্ছে বর্তমান কাউন্সিলর সুলতান আহম্মেদ ভূঁইয়া।

 

এবিষয়ে সুলতান আহম্মেদের সাথে কথা হলে তিনি জানায়,আমি কারো বিরুদ্ধে কোন কথা বলবো না। ১৬ তারিখ ২২নং ওয়ার্ডের জনগন যাকে যোগ্য মনে করে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে। সেক্ষেত্রে আমাকে যদি তারা যোগ্য মনে করে তাহলে আমাকেই পুনরায় নির্বাচিত করবে। তবে এটা দেখেই আমার খারাপ লাগে যাদের আমি নিজ চোখে বড় হতে দেখেছি এবং আমার সংসারের বাজারের টাকা দিয়েও পড়ালেখার খরচ দিয়েছি আজ সেই সন্তানগুলো যদি দেখি কিশোরগ্যাংয়ে যুক্ত হয়ে গেছে এবং আমার নির্বাচনী প্রচারণায় বাঁধা দেয় তখন কলিজা ফেঁটে যায়। আমি তাদের বাবা বলে ডাক দিলে তারা চুপ হয়ে যায় আবার যখন আমি নির্বাচনী প্রচারণা শুরু করি তখন তারা বাশি,মাইক বাজানো শুরু করে।আমার এলাকার সন্তানগুলো কিভাবে ধ্বংস হচ্ছে দেখে আমি নিজেই হতবাক হচ্ছি। নির্বাচন নিয়ে নিজ ব্যক্তি স্বার্থে উঠতি বয়সী ছেলেগুলোকে ধ্বংস করে দিচ্ছে।

 

অন্যদিকে সুলতানের সাথে না পেরে তার স্ত্রীর বিরুদ্ধে বাচ্চাদের মারার এবং খান মাসুদকে সমর্থন করায় এক এনজিও কর্মীকে হুমকি দেবার অভিযোগ উঠেছে। এবিষয়ে সুলতানের স্ত্রী বলেন,খান মাসুদের নিকট থেকে টাকা খেয়ে আমার স্বামী ও আমার নামে অপ্রচার চালাচ্ছে। আপনেরাই তো বুঝেন যে আমার স্বামী বর্তমান কাউন্সিলর। আর সামনে নির্বাচন। একজন প্রার্থী হয়ে আরেকজন প্রার্থীদের বিরুদ্ধে কিভাবে অভিযোগ তুলে। সে যদি শিক্ষিত মানুষ হতো পড়ালেখা জানতো তাহলে একজন প্রার্থীর স্ত্রীর নামে লোক দিয়ে অপ্রচার চালাতো না। এতে অবশ্য আমার কোন ক্ষতি হচ্ছে না। মানুষ জানে আমি কেমন। উল্টো মানুষ আমাকে বলছে মন খারাপ করতে না। খান মাসুদ যাদের দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ তুলছে নুসরাত জাহান আখি ও রোজিনা তো ২২নং ওয়ার্ডের ভোটারই না। আখি তো বরিশালের ও রোজিনা কুষ্টিয়ার ভোটার। তাহলে আপনেরাই বুঝেন যে এই এলাকার ভোটার না তাকে আমি কিভাবে হুমকি দিবো।

 

তিনি আরো বলেন,বাচ্চাদের মারধরের বিষয়ে তিনি বলেন,প্রতীক পাবার আগে নূরবাগে ভোট জন্য সালাম জানাতে যাবার পর জাবন ভাই এর বউ আমার সাথে অকাথ্য ভাষায় গালিগালাজ করে। তাই আমি চলে আসি এবং প্রতীক দেবার পর আমার স্বামী কি প্রতীক পেয়েছে তার জন্য যাবার পর খাঁজা আমাকে ব্যঙ্গার্থ করে বলে আমি কিভাবে ভোট চাইতে গেলাম আমার লজ্জা করে না। তারপরই আওলাদের ছেলে আলিনূর আমাকে ভোট চাইতে গেলে বাঁধা দিয়ে বলে আমি ভোট চাইতে পারবো না। পরে আমি যাতে ভোট চাইতে না পারি তার জন্য আমার পাশে মাইক ও বাশি বাজানো শুরু করে। পরে আমার চারপাশ ঘেরে ফেলে ওইখানের কিশোরগ্যাং ও কিছু মহিলারা। আমার গায়ে পর্যন্ত একজন হাত দেয়। আমি পুলিশকে ফোন দিলে বন্দর থানার পুলিশ এসে আমাকে উদ্বার করে নিয়ে আসে। তাদের আগে থেকেই ওখানে রেখেছে যাতে আমরা ভোট চাইতে গেলে আমাদের বাঁধা দেয়। না পেরে আর তার ৪/৫ দিন পর বলছে আমি নাকি বাচ্চাদের মেরেছি। আমি কি বাচ্চার মা নই ? আমার সাত বছরের একটা ছেলে হারিয়েছে। আমি জানি সন্তান হারানো কত কষ্ট আর আমি সেই মা বাচ্চাদের চড় মারছি কিভাবে সম্ভব। ১৩-১৫ বছরের পোলাপাইন কি বাচ্চা? আমরা যেখানেই যাচ্ছি এই পোলাপাইন কিশোরগ্যাং আমাদের বিরক্ত করছে।

 

কিশোরগ্যাং দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাঁধা দেবার অভিযোগের বিষয়ে জানতে খান মাসুদের মুঠোফোনে(০ ১৭১২-৬৩৬৪**)কল দিলে তিনি কলটি রিসিভ করেননি)

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD