স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত থেকে মামলা প্রত্যাহার না করায় আদালত প্রাঙ্গণে এক নারী ও ৫মাসের শিশুকে তার ননদ ও সতীন দ্বারা প্রহারের শিকার।
গত ৫ জানুয়ারি(বুধবার)দুপুরে এই ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত প্রাঙ্গণে।
ভুক্তভোগী ঐ নারী নারায়ণগঞ্জ বন্দরের শুভগরদীর মৃত মোঃচাঁন মিয়ার মেয়ে ও আসামী মোঃ মিজানুর রহমানের স্ত্রী মোসা:শিমু আক্তার এবং তাদের ৫ মাসের সন্তান মাহিম।
এর আগে গত বছরের ৩ জুন ভুক্তভোগী শিমু নারায়ণগঞ্জ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করে।যার নারী শিশু মামলা নং ৯৯/২০২১।মামমার আসামীরা হলো নারায়ণগঞ্জের বন্দরের বুর“ন্দি এলাকার মৃত মোঃ মনিবুল্লাহর ছেলে ও বাদীর স্বামী মোঃ মিজানুর রহমান(৪২) এবং মৃত্যু আসমত উল্লাহ বাদীর ঝা শ্যামলী (৪০)।
মামলা উল্লেখ করা হয় বাদি অর্থাৎ ভুক্তভোগী শিমু আক্তারের স্বামী মামলার আসামী মিজানুর রহমান তার ভাবীর পরামর্শে গত বছরের মার্চ মাসের ২৯ তারিখ বাদীর কাছে ২লক্ষ টাকা যৌতুক দাবি করে।বাদী টাকা দিতে অস্বীকার করলে তাকে চর থাপ্পুর মারে এবং ঘরে থাকা কাঠ দিয়ে মাথায় বারি দিয়ে রক্তাক্ত জখম করে। ২নং আসামী শ্যামলী চুলের মুঠি ধরে মারধর করে এবং ১নং আসামী বাদীর স্বামী বাদীকে ছিন্নবস্ত্রে রক্তাক্ত জখম অবস্থায় বাসা থেকে বের করে দেয়। পরে বাদীনি বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা গ্রহন করে।অতঃপর বাদী তার পিত্রালয় চলে যায় তখন সে অন্তঃসত্ত্বা ছিলেন। দীর্ঘ অপেক্ষার পর স্বামী কোন ভোজ খবর ও দুই সন্তানের ভরণপোষণ না দেওয়ায় বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হোন।
গত ৫ জানুয়ারি আদালতে মামলার তারিখ হওয়ায় বাদী আদালতে আসলে মামলা থেকে আসামী মিজানুরকে আদালত জামিন প্রদান করে। আদালতের শুনানি শেষে মামলার বাদী তার ৫ মাসের শিশু ও অন্য দুই সন্তানকে নিয়ে বের হবার সময় আদালত প্রাঙ্গণে বাদীর ঝা(বর্তমান সতীন) শ্যামলী ও ননদ রাবি হামলা করে মামলা তুলে ফেলে নাই কেনো। এসময় বাদীর কোলে থাকা ৫ মাসের শিশু নিয়ে তার গলায় চেপে ধরে এবং পিঠে আঘাত করে ও বাদীনিকে মারধর করে।এসময় আদালতে উপস্থিত থাকা লোকেরা তাদের উদ্বার করে।পরে খানপুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মামলার বাদীর উপর হামলার সময় আদালতে উপস্থিত আবুল হোসেন সহ একাধিক প্রত্যক্ষদর্শী জানায়,আদালত থেকে বের হয়ে দুই জন মহিলাকে দেখলাম একজন মহিলাকে ধরে মারধর করছে এবং তার কোলে থাকা ছোট শিশুটিকেও তারা গলা চেপে ধরে মারধর করে।
মারধরের বিষয়ে ভুক্তভোগী শিমু জানায়,আদালত থেকে আমার স্বামীকে ১৪ দিনের জামিন দিয়েছে। তারপর আমি আদালত থেকে আমার তিন সন্তানকে নিয়ে বের হবার পর আমার ননদ ও ঝা আমাকে মারধর শুরু করে দেয় মামলা তুলি নাই কেনো। আমার ৫ মাসের শিশুটাকেও তারা ছাড়েনি। আমার ঝা হলেও আমার ভাসুর মারা যাবার পর আমার স্বামীর সাথে তার পরকিয়া ছিলো এখন এলাকার মানুষ বলে আমার স্বামী নাকি ওই মহিলাকে বিয়ে করছে।