নতুন বছরকে স্বাগত জানিয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের নিয়ে আনন্দ উৎসব করেছে মানব কল্যাণ পরিষদ। ৮ জানুয়ারি শনিবার বিকেলে নারায়ণগঞ্জের মাধবী প্লাজায় সাংগঠনিক কার্যালয় মানবিক সেবকদের এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিতি হিসাবে আনন্দ উৎসবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের যুগ্মসচিব মোঃ ইসরাত হোসেন খান। সংগঠনের শিক্ষা বিষয়ক সচিব ফাহমিদা হক ইলার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শাখার সাধারন সম্পাদক নাজমুল হাসান রুমি, মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন ও স্ট্যান্ডার চার্টার ব্যাংকের সেলস্ এক্সিকিউটিভ অফিসার বিথি রহমান। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে বরণ করে সময়ের সাথে আগামীর পথে আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন স্বেচ্ছাসেবকরা। অনুষ্ঠানে আবৃত্তি করেন কাজী ইমরুল কায়েস, আমেনা বেগম সোনিয়াসহ আনন্দ উৎসবে উপস্থিত ছিলেন মানবিক স্বেচ্ছাসেবক সদস্য জাহাঙ্গীর আলম, সুবর্ণা সিরাজ, আফরোজা আক্তার, রোকেয়া মিলি, মৌসুমি জাহান নূপুর, মোসকান, শারমিন আলম ও ফারহানা তাসনিম তমা প্রমুখ। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।






















