মো. রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার:
শার্শায় সাকিব হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ধলদাহ গ্রামের একটি ইট ভাটার পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। সে পেশায় একজন ইজিবাইক চালক।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে ইজিবাইক নিয়ে বের হওয়ার পরে সে আর ফিরে আসেনি। রাতে অনেক খোঁজাখুজি করেও তার পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে তার লাশ পাওয়া যায়। নিহত সাকিব হোসেন ঝিকরগাছা উপজেলার পুরুন্দপুর গ্রামের শাকিল হোসেনের ছেলে।
নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ঘটনা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।