জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে

শেয়ার করুন...

তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিনে জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সমন্বয় করে মিলেমিশে কাজ করার বার্তা দিয়েছে সরকার।

 

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিভাগ সম্পর্কিত আলোচনায় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামও এ বিষয়ে জোর দেন।

 

করোনার সংক্রমণের কারণে এবার ডিসি সম্মেলনের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সরকারের বার্তা সংস্থা বাসস জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডিসিদের ২৪ দফা নির্দেশনা দিয়েছেন। এগুলোর একটি হলো: সংসদ সদস্য থেকে শুরু করে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ অন্য নির্বাচিত জনপ্রতিনিধি যাঁরা রয়েছেন, তাঁদের সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে। একই সঙ্গে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ যথাযথ হচ্ছে কি না বা বাস্তবায়নও যথাযথ হচ্ছে কি না, সেগুলো সমন্বয় করতে হবে।

 

প্রধানমন্ত্রীর নির্দেশনার মধ্যে আরও আছে করোনাভাইরাসজনিত সংকট মোকাবিলায় সরকারের সময়ে সময়ে জারি করা নির্দেশনাগুলো মাঠপর্যায়ে প্রতিপালন, সরকারি অফিসগুলোতে সাধারণ মানুষ যেন নির্ধারিত সময়ের মধ্যে নির্বিঘ্নে যথাযথ সেবা পান এবং গৃহহীনদের জন্য গৃহনির্মাণ, ভূমিহীনদের কৃষি খাসজমি বন্দোবস্তসহ সব সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রকৃত অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত প্রান্তিক শ্রেণির মানুষ যেন সুযোগ পান, তা নিশ্চিত করা। এ ছাড়া করোনা পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থায় অনলাইনে বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পাঠদান কার্যক্রম যেন অব্যাহত থাকে, তার ব্যবস্থা করা, ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া, মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা, বাল্যবিবাহ, যৌন হয়রানি, খাদ্যে ভেজাল, নকল পণ্য তৈরি ইত্যাদি অপরাধ রোধকল্পে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন অঞ্চলে গণহত্যার শিকার পরিবারগুলোর বর্তমান অবস্থা জানা এবং তাদের সম্মানজনক জীবনযাত্রার ব্যবস্থা করা ইত্যাদি।

 

উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, খুলনার বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও রংপুরের ডিসি আসিফ আহসান বক্তব্য দেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানের পর বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী উদ্বোধনী বক্তৃতায় বলেছেন, আমিও আমার বক্তব্যে এই কথাকে খুব গুরুত্ব দিয়েছি যে জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী, সবাইকে সম্মিলিতভাবে বাংলাদেশের উন্নতির জন্য একসঙ্গে কাজ করতে হবে।’

 

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দ্বন্দ্বের বিষয়ে বিভিন্ন সময় ওঠা অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সব জায়গায় একই রকম সমস্যা হয়, ঠিক এটা বলা যাবে না।

 

অনেক জায়গায় দেখা গেছে ইউএনও এবং উপজেলা চেয়ারম্যান একসঙ্গে ভালোভাবে কাজ করছেন। আবার কোথাও সমস্যা হয়। ক্ষেত্রবিশেষে যেখানে যেখানে জটিলতা আছে, এ বিষয়ে একসঙ্গে কাজ করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল।

সর্বশেষ সংবাদ



» নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের কমিটি ঘোষনা

» ডেমরা সারুলিয়া ওয়াসা রোডে প্রকাশ্যে চলছে জুয়ার বোর্ড

» প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানান ছাত্রদল নেতা পায়েল

» নারায়ণগঞ্জের এসপি বদলি, নতুন এসপি জসীম উদ্দিন

» তিন নেতাকে দেওয়া অব্যাহতি ফতুল্লা থানা বিএনপির যুগান্তকারী সিদ্ধান্ত : গিয়াসউদ্দিন লাভলু

» সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে ফ্রিজ বিস্ফোরণে দগ্ধ ৯ জন

» অবশেষে মাদক সম্রাট মিঠুন গ্রেফতার, অধরা কিলার আক্তার

» নারায়ণগঞ্জে নব-নির্বাচিত নিট ঐক্য ফোরামের বিজয় মিছিল

» ফতুল্লায় কিস্তির টাকার জন্য নারীকে কু-প্রস্তাব, ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা!

» চাষাড়ায় ইজিবাইক থেকে ছাত্রদল নেতা পায়েলের ব্যাপক চাদাঁবাজি!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, খ্রিষ্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে

শেয়ার করুন...

তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিনে জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সমন্বয় করে মিলেমিশে কাজ করার বার্তা দিয়েছে সরকার।

 

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিভাগ সম্পর্কিত আলোচনায় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামও এ বিষয়ে জোর দেন।

 

করোনার সংক্রমণের কারণে এবার ডিসি সম্মেলনের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সরকারের বার্তা সংস্থা বাসস জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডিসিদের ২৪ দফা নির্দেশনা দিয়েছেন। এগুলোর একটি হলো: সংসদ সদস্য থেকে শুরু করে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ অন্য নির্বাচিত জনপ্রতিনিধি যাঁরা রয়েছেন, তাঁদের সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে। একই সঙ্গে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ যথাযথ হচ্ছে কি না বা বাস্তবায়নও যথাযথ হচ্ছে কি না, সেগুলো সমন্বয় করতে হবে।

 

প্রধানমন্ত্রীর নির্দেশনার মধ্যে আরও আছে করোনাভাইরাসজনিত সংকট মোকাবিলায় সরকারের সময়ে সময়ে জারি করা নির্দেশনাগুলো মাঠপর্যায়ে প্রতিপালন, সরকারি অফিসগুলোতে সাধারণ মানুষ যেন নির্ধারিত সময়ের মধ্যে নির্বিঘ্নে যথাযথ সেবা পান এবং গৃহহীনদের জন্য গৃহনির্মাণ, ভূমিহীনদের কৃষি খাসজমি বন্দোবস্তসহ সব সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রকৃত অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত প্রান্তিক শ্রেণির মানুষ যেন সুযোগ পান, তা নিশ্চিত করা। এ ছাড়া করোনা পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থায় অনলাইনে বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পাঠদান কার্যক্রম যেন অব্যাহত থাকে, তার ব্যবস্থা করা, ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া, মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা, বাল্যবিবাহ, যৌন হয়রানি, খাদ্যে ভেজাল, নকল পণ্য তৈরি ইত্যাদি অপরাধ রোধকল্পে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন অঞ্চলে গণহত্যার শিকার পরিবারগুলোর বর্তমান অবস্থা জানা এবং তাদের সম্মানজনক জীবনযাত্রার ব্যবস্থা করা ইত্যাদি।

 

উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, খুলনার বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও রংপুরের ডিসি আসিফ আহসান বক্তব্য দেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানের পর বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী উদ্বোধনী বক্তৃতায় বলেছেন, আমিও আমার বক্তব্যে এই কথাকে খুব গুরুত্ব দিয়েছি যে জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী, সবাইকে সম্মিলিতভাবে বাংলাদেশের উন্নতির জন্য একসঙ্গে কাজ করতে হবে।’

 

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দ্বন্দ্বের বিষয়ে বিভিন্ন সময় ওঠা অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সব জায়গায় একই রকম সমস্যা হয়, ঠিক এটা বলা যাবে না।

 

অনেক জায়গায় দেখা গেছে ইউএনও এবং উপজেলা চেয়ারম্যান একসঙ্গে ভালোভাবে কাজ করছেন। আবার কোথাও সমস্যা হয়। ক্ষেত্রবিশেষে যেখানে যেখানে জটিলতা আছে, এ বিষয়ে একসঙ্গে কাজ করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD