পুলিশের লোগা লাগিয়ে চোরাই মোটরসাইকেল বিক্রির অভিযোগে সাবেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই কাজে সহযোগিতায় করায় বরখাস্ত হওয়া ওই পুলিশ সদস্যের স্ত্রীকেও গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাতে চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকা থেকে র্যাব এই দম্পতিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামুন উর রশিদ ও আকলিমা বেগম।
র্যাব–৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, একসময় পুলিশে চাকরির সুবাধে মামুনের সঙ্গে মোটরসাইকেল চোর চক্রের যোগাযোগ রয়েছে।
এই চক্রের কাছ থেকে চোরাই মোটরসাইকেল নিয়ে সেগুলোতে পুলিশের লোগো লাগিয়ে বিক্রি করতেন মামুন। এ কাজে তাঁকে সহায়তা করেন স্ত্রী। এ ছাড়া রাউজানের মো. অভি এবং হালিশহরের মো. অনিক এই কাজে তাঁদের সহযোগিতা করেন।
র্যাবের দাবি, অনিকের মাধ্যমে সংগ্রহ করা চোরাই মোটরসাইকেল বিক্রির জন্য রাখলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁরা মামুন ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়। এই ঘটনায় চট্টগ্রামের ইপিজেড থানায় মামলা হয়েছে।





















