আমতলী (বরগুনা) প্রতিনিধি: ঘন কুয়াশা ও ডুবোচরের কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পরে বরগুনার আমতলী- পুরাকাটা নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
আমতলী ফেরি ঘাট সূত্রে জানা গেছে, নাব্যতা সংকট ও ঘন কুয়াশার কারণে গতকাল রাত থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা বাড়ায় দূর্ঘটনা এড়াতে রাত ২টার দিকে আমতলী- পুরাকাটা রুটে চলাচলরত ইউটিলিটি ফেরিটি বন্ধ করে দেওয়া হয়। পরে সকালে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কমতে থাকায় ৯ ঘন্টা পরে বেলা ১১টার দিকে ফেরিটি চালু করা হয়।
এদিকে রাতে ফেরি বন্ধ থাকায় আমতলী- পুরাকাটা ফেরিঘাটের উভয় প্রান্তে পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস এবং অন্যান্য গাড়ীর দীর্ঘলাইন দেখা গেছে।
আমতলী ফেরী ঘাটের সুপারভাইজার মোঃ সেলিম মিয়া জানায়, এক দিকে ঘন কুয়াশা অন্যদিকে পায়রা (বুড়িশ্বর) নদীতে ডুবোচরের কারনে ফেরি চলাচল অনেকটাই বাঁধাগ্রস্ত হচ্ছে।