কথায় আছে চোরের বাড়িতে নাকি দালান হয় না এই কথা কতটুকু সত্যি জানিনা কিন্তু বাস্তবে দেখা যায় শুধু দালান নয় কোটিপতি ও হওয়া যায়।
বলছিলাম নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরের উত্তর রসুলপুর এলাকার আব্দুস সালাম কবিরাজের ছেলে গিয়াস উদ্দিনের কথা ৮ বছর পুর্বে রাজধানীর কদমতলী ওয়াসার এলাকায় হেঁটে হেঁটে বাদাম বিক্রি করাই ছিল তার একমাত্র পেশা দুবেলা দুমুঠো ভাতের পয়সা রোজগার করতে যার হিমসিম খেতে হত সেই গেয়াস উদ্দিন বর্তমানে কোটি টাকার মালিক রসুলপুর এলাকায় ক্রয় করেছে কয়েকটি জমিন বিশাল এক এরিয়া নিয়ে ৬ তলা ফাউন্ডেশন করে তৈরি করছে বাড়ি।
খোঁজ নিয়ে জানা যায় বাদাম বিক্রি করতে গিয়ে পরিচয় হয় এক দালালের সাথে তার পরামর্শে শুরু করে গ্যাস- পানি- ও- বিদ্যুৎ চোরির কাজ। মোটা অংকের টাকা নিয়ে বিভিন্ন বাড়িতে রাতের আঁধারে দেয়া শুরু করে অবৈধভাবে- গ্যাস – পানি- ও বিদ্যুৎ এর সংযোগ । সরকারি নির্দেশনা অনুযায়ী আবাসিক গ্যাস সংযোগ বন্ধ থাকায় অবৈধ গ্যাস সংযোগের চাহিদা ও বেশ ভালো। আর এই সুযোগ কাজে লাগিয়ে সরকারি সম্পদ গ্যাস- পানি ও বিদ্যুৎ চুরি করে বনে গেছে রাতারাতি কোটি টাকার মালিক। এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন ও মিশ্র প্রতিক্রিয়া। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনায় এই ধরনের দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে গিয়াস উদ্দিন বলেন, ভাই আমি কোন দিন বাদাম বিক্রি করি নাই, কেউ আমার নামে আপনাকে ভুল তথ্য দিয়েছে, আমি তো ভাই শশুর বাড়ি থাকি, আর যে ৬ তলা বাড়ি নির্মান করার কথা বলছেন এই বাড়ি আমার না এটা আমার বোন জামাই করতেছে। আমি তো ভাই বিভিন্ন রোলিং মিলে কাজ করেছি, বর্তমানে বিদ্যুৎ এর ঠিকাদারি করি।