নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় বাইজদিয়া গ্ৰামের বাসিন্দা ৬ জুন ১৯৬৭ সালে সাব রেজিস্ট্রার নারায়ণগঞ্জ থেকে সাব কাবলা মূলে বৈদ্যের বাজার এলাকায় হরিমহন কর্মকার এর ছেলে প্রিয়নাথ কর্মকার এর কাছ থেকে ৫৭ শতাংশ নাল জমি ক্রয় করেন হাজী মুল্লুক চাঁন, যাহার দলিল নং- ৫৭৮৬, যাহার চৌহুদ্দি উত্তরে হালট , দক্ষিনে – কুদরত আলী গং , পুর্বে – ইব্রাহিম গং ও পশ্চিমে আব্দুল মজিদ গং, উক্ত সম্পত্তি সাব কাবলা মূলে মালিক হওয়ার পর হাজী মূল্লুক চান তাহার প্রয়োজনে দেশের বাহিরে গমন করেন এবং সেই সুবাদে উক্ত সম্পত্তি পূর্বের মালিক প্রিয়নাথ কর্মকার, পিতা হর মোহন কর্মকার নামে আর এস রেকর্ড ভুক্ত হয় যেহেতু হাজী মুল্লুক চাঁন দীর্ঘদিন দেশের বাইরে অর্থাৎ সৌদি আরবে অবস্থান করেন, যার ফলে সাব কাবলা মূলে সম্পত্তির মালিক হওয়ার পরেও উক্ত সম্পত্তি এরপর হইতে বর্তমান সময় পর্যন্ত ভোগ দখলকারী হিসেবে রয়েছে। কিন্তু যথাসময়ে আর এস রেকর্ড নিজের নামে অন্তর্ভুক্ত করতে পারেননি বিদায় হাজী মুল্লুক চাঁন নারায়ণগঞ্জ দেওয়ানী আদালতে একটি রেকর্ড সংশোধনী মোকাদ্দমা করেন, বর্তমানে উক্ত মামলাটি চলমান রহিয়াছে। মোকাদ্দমা নং- ৭২৮ /২০১২ হাজী মুল্লুক চান দরখাস্তকারী বনাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক। পহেলা মার্চ ২০২০ ইং তারিখে নতি প্রতীয়মান হওয়ায় সরকার বাহাদুর এর আদেশে মোকদ্দমা নিষ্পত্তি করা হলে ও পরবর্তীতে উক্ত সম্পত্তি ক তফসিলভুক্ত গেজেটে অন্তর্ভুক্ত করা হয়। যাহার ফলে হাজী মুল্লুক চান উক্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। যাহার নং- ৪৭০/২০২১, ইং বিচারপতি জনাব justice J.B.M. Hassan, and Mr justice MD kamrul Alam ১১/২/২০২১ তারিখে হাইকোর্টে আদেশ প্রদান করা হয়। subject to the disposal of the rule the parties are hereby directed to maintain status- quo in respect of possession and position of the case land for a period of 01 (one) year – যেহেতু উক্ত সম্পত্তির উপর মহামান্য হাইকোর্টের Status- quo দেওয়া আছে। তারপরও তাহা অমান্য করে – সুরুজ মিয়ার ছেলে লিটন- হযরত মেম্বারের ছেলে মুক্তার- খালেক মিয়ার ছেলে সাদ্দাম- জয়নাল আবদিনের ছেলে মনির সহ কিছু স্থানীয় ভূমি দখলদার সন্ত্রাসী চাঁদাবাজ ও আমের রাজত্ব কারি ভূমিদস্যু উক্ত সম্পত্তি দখল করার জন্য বিভিন্ন রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জানে মেরে ফেলার হুমকি প্রদান করিতেছে বলে জানিয়েছেন হাজী মুল্লুক চাঁন তিনি আরো বলেন আমি মৃত্যুর ভয়ে বসত বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।