বরগুনার আমতলী উপজেলার আমতলী ইউনিয়নের নাচনাপাড়া রাস্তার সংযোগ কাঠের ব্রীজ ভেঙ্গে লাকড়ি তৈরি। চরম দুর্ভোগ পুহাতে হচ্ছে এলাকাবাসীর।
ব্রীজটি ভেঙ্গে ফেলায় এলাকার জনসাধারনের সদর উপজেলায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
রবিবার (৩০ জানুয়ারী) রাত ৯টার দিকে নাচনাপাড়া কাঠের পোল ভেঙে দিলেন সাবেক মেম্বার কালাম।
আমতলী ইউনিয়নের গ্রামের সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার ফলে বিভিন্ন শ্রেনিপেশার শতশত নারী-পুরুষ শিশু এমন কি রোগীদের চলাচলে ব্যাঘাত ঘটছে, যাতায়াতকারী লোকজন চরম দুর্ভোগে পড়েছে।
স্থানীয়রা জানান, রবিবার রাত নয়টার দিকে ব্রিজটি ভেঙ্গে কাঠ লাকড়ির জন্য নিয়ে যায় সাবেক মেম্বার কালাম ও তার সাঙ্গোপাঙ্গোরা।
এদিকে স্থানীয় অটো রিক্সা চালকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ পোল দিয়ে সারাদিন শতশত মানুষ চলাচল করে তারা আমাদের অটো দিয়ে সদরে যাতায়েত করে। । কাঠের পোলটি ভেঙ্গে ফেলায় এখন আর এ পারে লোকজন আসতে পারেনা। আমি যে আমরা কোন পেসেঞ্জার পাইনা। আমাদের না খেয়ে মরতে হবে। এতো টাকা খরচ করে গাড়ী কিনে এখন লোক জন পাইনা আমাদের কি হবে এখন। কালাম মেম্বার এই কাজটি ভালো করে নাই। আমরা এই কাঠের পোল চাই।
এ বিষয়ে উক্ত এলাকার বাসিন্দা মুহা আমরাম্মদ আবদুল খালেক জানান, প্রতিদিন এ পোল দিয়ে শতশত মানুষ ও চলাচল করে। ব্রীজটি ভেঙ্গে ফেলায় কোন মানুষ চলাচল করতে পারছে না। এলাকার মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে সাবেক কালাম মেম্বার জানান, ব্রিজটি আমি তৈরি করেছি এবং পুরাতন হয়ে যাওয়ায় ব্রীজটি ভেঙ্গে ফেলা হয়েছে পরবর্তী এটি নতুন করে করা হবে।