নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রীরচর খেয়াঘাটে হয়রানিতে অতিষ্ঠ হয়ে উঠেছে পারাপার রত যাত্রীরা। যেন দেখার কেউ নেই। গুদারাঘাট কর্তৃপক্ষের হয়রানিতে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
একটি সুত্র হতে জানা যায়,ডিক্রীরচর গুদারাঘাটের ইজারা নিয়েছিলেন সাবেক মেম্বার আওলাদ হোসেন। সমাজের উন্নয়ন মুলক কাজের জন্য ঘাটের টাকা ব্যয় করা হয় বলে প্রায় ৮ লাখ টাকার ঘাট সাব ইজারা দেয়া হয় ৩৪ লাখ টাকায়।
সাব ইজারা নেন সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন। তিনি সাব ইজারা নেয়ার পর হতে অধিক মুনাফা লাভের আশায় নিয়ম না মেনে ২ টাকার পরিবর্তে ৫ টাকা করে আদায় করতে শুরু করেন। অনলাইন নিউজ পোর্টাল সহ স্থানীয় দৈনিক পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হলে ইউএনওর হস্তক্ষেপে ৫ টাকার পরিবর্তে ৩ টাকা করে আদায় করতে থাকেন। শুধু তাই নয় শুক্রবার এলে ৫ টাকা করে আদায় করেন।
নাম প্রকাশ না করে যাত্রীরা জানান,নদীতে জোয়ার ভাটার সময় পানি হ্রাস বৃদ্ধির সময় যাত্রীদের উঠা নামার সময় কষ্ট হলেও বার বার বলা সত্বেও ইজারাদার কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এছাড়াও বিদেশ ফেরত কেউ এলে এবং জিনিস পত্র যেমন টিভি,ফ্রীজ আনা নেওয়ার সময় জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায় করে থাকে।
নিয়মিত যাত্রী মর্জিনা বেগম,রহমত আলী,মকবুল হোসেন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,ট্রলারে উঠানামা করতে আমাদের কষ্ট হলেও ইজারাদার খোকন কোন ব্যবস্থা নেননা।রোদ বৃষ্টিতে যাত্রীরা কষ্ট ভোগ করলেও কোন ব্যবস্থা নেন না। যাত্রীদের সাথে দূর্ব্যবহার করা হয়। তারা আরো বলেন আগের ইজারাদার জামাল থাকাকালে বলতে হতোনা। তিনি যাত্রীদের সুবিধার কথা ভেবে নানান ধরনের ব্যবস্থা গ্রহণ করে রাখতেন। তাকে মইজারা না নিয়ে খোকন রাজনৈতিক দলের প্রভাব বিস্তার করে ঘাটের সাব ইজারা নিজের দখলে নিয়ে নেন। আমরা চাই আগামী বৈশাখে ঘাটের ইজারা যেন জামালকে দেয়া হয়। কেননা তিনি যাত্রীদের সুবিধার কথা ভেবে ঘাট পরিচালনা করেন।
এ ব্যাপারে ঘাটের সাব ইজারাদার যুবলীগ নেতা সালেহ আহম্মেদ খোকন মুঠোফোনে জাগো নারায়ণগঞ্জ ২৪.কমকে বলেন,রাত ৮ টার পর ৫ টাকা করে নেয়া হয়। টিভি,ফ্রীজের ব্যাপারে জোর করে নয় যে খুশিতে যা দেয় তা নেয়া হয়। এ ছাড়া অন্য অভিযোগ গুলো সত্য নয়।
আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন মুঠোফোনে বলেন,যদি কেউ অনিয়ম করে আমাকে বললে আমি ব্যবস্থা নিব।কেউ মাইর খেয়ে যদি না বলে তাহলে কেমনে বিচার করবো। শুধু সালেহ আহম্মেদ খোকন নয় প্রভাবশালী যে হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী মহল।