মো. রাসেল ইসলাম, স্টাফ রিপোর্টার:
যশোরের বেনাপোল থেকে ১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজাসহ মো. কালু মিয়া (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৯টার সময় বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক কালু মিয়া ধান্যখোলা গ্রামের নবিছ উদ্দিন মোড়লের ছেলে।
এবিষয়ে যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রাম থেকে ভারতীয় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে।





















