গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম পরিদপ্তরের নিবন্ধনকৃত ও শ্রম দপ্তরের নির্দেশনায় প্রতিষ্ঠানের গঠনতন্ত্র মোতাবেক উল্লেখিত হারে চাঁদা আদায় করা হয় বলে দাবী করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সা চালক ইউনিয়নের সাধারন সম্পাদক ও ফতুল্লা থানা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক হাওলাদার।
বৃহস্পতিবার(১০ জানুয়ারি) দুপুরে সংগঠনের কার্যালয়ে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছে এবং জেলা পুলিশ সুপার বরাবর মিথ্যা অভিযোগ দায়েরর তীব্র নিন্দা জানিয়ে আজিজুল হক বলেন,আমাদের সংগঠন শ্রম পরিদপ্তরের নিবন্ধনকৃত একটি সংগঠন এবং প্রায় ৩ হাজার সদস্য রয়েছে আমাদের এই সংগঠনে। সংগঠনের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৬ এর মোতাবেক প্রত্যেক সদস্য বার্ষিক সাধারন/বিশেষ সাধারন সভার সিদ্বান্ত অনুসারে ধার্য্যকৃত চাঁদা ও সময়ে সময়ে ধার্য্যকৃত নিয়মিত/অনিয়মিত বিশেষ চাঁদা দিতে বাধ্য থাকবে। প্রাথমিকভাবে প্রত্যেক সদস্যের ভর্তি ফি ১০টাকা এবং মাসিক চাঁদা ১০টাকা হিসেবে নেওয়া হতো। এছাড়া সাধারন সভার সিদ্বান্ত অনুসারে পরবর্তীতে ভর্তি ফি, মাসিক চাঁদা,বিশেষ চাঁদাপরিমান হ্রাস ও বৃদ্ধি করা যাবে বলে নিয়ম-কানুন প্রণয়ন করা হয়। সেই মোতাবেকই আমরা ২০২০ সালে ইউনিয়নের মাসিক চাঁদা ও কল্যান চাঁদা অর্থাৎ মাসিক চাঁদা ১০০টাকা ও কল্যান চাঁদা ২০ টাকা করার সিদ্বান্ত নেই সর্বসম্মতিক্রমে এবং তা বিভাগীয় শ্রম দপ্তর চাষাড়া কার্যালয়ে তা অবগত করা আছে। সেই মোতাবেকই আমরা সদর উপজেলা রিক্সা চালক ইউনিয়ন প্রত্যেক সদস্যদের কাছ থেকে চাঁদা আদায় করছি। কিন্তু একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য এবং কোন প্রকার সরকারী নিবন্ধন ছাড়া রিক্সাচালকদের কাছ থেকে চাঁদা নেবার পায়তারা করছে।তাই আমার এবং আমার সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের অপপ্রচার কাজে না আসায় সর্বশেষ একটি ব্যাটারিচালিত ইজিবাইক চালক দ্বারা নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। এর নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।
তিনি আরো বলেন,আমাদের নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সা চালক ইউনিয়ন ও ফতুল্লা থানা রিক্সা চালক ইউনিয়ন সরকারী নির্দেশ মোতাবেক সংগঠনের গঠনতন্ত্র মেনেই কাজ করছে এবং সদরের ফতুল্লা,পঞ্চবটি সহ বিভিন্ন রোডে আমাদের সদস্যরা রিক্সা চালাচ্ছে। আমরা আমাদের গঠনতন্ত্রের বাহিরে কোন কাজ করছি না। তবে একটি কুচক্রী মহল কোন সংগঠন ছাড়াই বিভিন্ন রোড থেকে ব্যাটারিচালিত ইজিবাইক চালক ও রিক্সাচালকদের কাছ থেকে চাঁদা দাবী করে যাচ্ছে। তারা দিতে অপারগতা প্রকাশ করায় তারা বিভিন্ন প্রকার মিথ্যা অভিযোগ তুলছে আমরা চাঁদাবাজি করছি বলে। আমরা চাঁদাবাজি করেছি কোন সংগঠন ছাড়া এমন যদি কোন প্রমাণ থাকে এবং তাদের যদি সংগঠন থাকে তাহলে সংবাদ মাধ্যমের সাহায্যে তুলে ধরুক।
আজিজুল হক জেলা পুলিশ সুপারের কাছে এর সুষ্ঠু প্রতিকার চেয়ে বলেন,আমাদের নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সা চালক ইউনিয়ন শ্রম পরিদপ্তরের নিবন্ধনকৃত ১৯৯৮ সালে যার রেজিঃ নং ঢাকা-৩৭৩২। সরকারি নির্দেশনা মেনেই আমরা আমাদের সংগঠনের সদস্যদের পরিচালনা করে আসছি এবং মাসিক চাঁদা ও কল্যান চাঁদা নিচ্ছি। যদি আমরা আমাদের গঠনতন্ত্রের বাহিরে গিয়ে কোন প্রকার অতিরিক্ত চাঁদা আদায় করছি কিনা আর যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা সত্য বলছে কিনা এটার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেবার অনুরোধ জানাচ্ছি।