নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর মধ্যনগর যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক ৮ম বাৎসরিক সুরা ভিত্তিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বাদ আছর হতে রাত ১২ টা পর্যন্ত মধ্যনগর বাজার সংলগ্ন জামির উদ্দিন প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল মাঠে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ দীলখোশ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে ওয়াজ করেন আহাম্মদ বাগ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা কারী মুহাম্মদ হাবিবুর রহমান হেলালী।
বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন বিটিভি ও বিটিভি ওয়াল্ডের আলোচক আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মুহাম্মদ মোখতার হোসাইন, মধ্যনগর দক্ষিণপাড়া বাইতুর সালাত জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ আবু সাঈদ,মধ্যনগর বাইতুল ফালাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ সাইদুর প্রমুখ।
বক্তাবলী ইউপির চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজ্বী শওকত আলীর উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতা থাকায় উপস্থিত থাকতে পারেননি।
বিশেষ অতিথি হিসেবে ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউপির সাবেক চেয়ারম্যান মিলন মেহেদী, ইঞ্জিনিয়ার মোঃ শহিদ উল্লাহ,মনির হোসেন মাষ্টার, হাজ্বী মোঃ রমজান আলী বেপারী,আলহাজ্ব মোঃ শাহ আলী মিঠু,বক্তাবলী ইউপি মেম্বার মোঃ আকিলউদ্দিন,সাবেক মেম্বার মোঃ ফজলুল করিম শিকদার,হাজ্বী মোঃ আক্রম আলী,আশরাফউদ্দিন আছান,আলহাজ্ব মোঃ ওমর ফারুক প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ হালিম আজাদ।
রাত ১২ টায় কবরবাসী সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে আখেরী মোনাজাতের মাধ্যমে তাফসীরুল কুরআন মাহফিল সমাপ্ত হয়।