নারায়ণগঞ্জ শহর ও শহরতলীতে ব্যাপকহারে বেড়ে চলেছে ব্যাটারী চালিত রিক্সা,ইজিবাইক ও মিশুকের সংখ্যা। শহর ও শহরতলীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের কঠোর পরিশ্রম হলেও তারা সর্বদা ব্যস্ত রয়েছে শহরকে যানজটমুক্ত রাখতে। প্রতিদিনই কয়েক শতাধিক ব্যাটারী চালিত রিক্সা,ইজিবাইক ও মিশুক আটক করে জরিমানাও করছে পুলিশ। তাতেও কমছে এর তৎপরতা। এরমধ্যে কথিত সাংবাদিকদের ব্যানারে শহরে ব্যাপকহারে চলছে এ সকল ব্যাটারী চালিত রিক্সা,ইজিবাইক ও মিশুক। প্রতিটি ব্যাটারী চালিত রিক্সা,ইজিবাইক ও মিশুকের সামনে রাখা হয়েছে উক্ত কথিত সাংবাদিকদের ভিজিটিং কার্ড কিংবা অজানা পত্রিকা কিংবা অনলাইনের ষ্টিকার। প্রতিটি ব্যাটারী চালিত রিক্সা,ইজিবাইক ও মিশুক রাস্তায় উন্মুক্ত চলাচলের জন্য এককালিন ৩০০০ টাকা আর মাসিক হিসেবে ২ থেকে আড়াইহাজার টাকা। এমনিতেই শহরের ভেতরে উক্ত ব্যাটারী চালিত রিক্সা,ইজিবাইক ও মিশুকের প্রবেশ নিষিদ্ধ। শহরে প্রবেশ করলে ট্রাফিক পুলিশ উক্ত ভিজিটিং কার্ড বা পত্রিকার ষ্টিকারযুক্ত গাড়িগুলোকে আটক করবেনা। কারন পুলিশের সাথে সাংবাদিকদের ভালো সর্ম্পক এমন শর্তে কথিত এ সাংবাদিকরা নেমেছেন এমন ব্যবসায়।
শিবু মার্কেট থেকে বিপ্লব নামে এক কথিত সাংবাদিক বি কে ষ্টিকারযুক্ত ২৫/৩০টি ব্যাটারী চালিত রিক্সা,ইজিবাইক ও মিশুক চলছে শহরব্যাপী। প্রতিদিন সকালে বাসা থেকে বের হয়ে বিপ্লবের ষ্টিকারযুক্ত গাড়িগুলোর সিরিয়াল নম্বরটি লিখে দেয় গাড়ির পিছনে। অখ্যাত বাংলা টিভি নামে ষ্টিকারযুক্ত কবির হোসেন বাবু নামে অপরজন ৩০/৩৫টি ব্যাটারী চালিত রিক্সা,ইজিবাইক ও মিশুক চালাচ্ছে শহরময়। যার প্রতিটি গাড়ির জন্য এককালিন টাকা নিলেও মাসিক হিসেবে ২ থেকে আড়াইহাজার টাকা হাতিয়ে নিচ্ছে মালিক ও চালকের কাছ থেকে। একই কায়দায় অপরাধ রিপোর্ট নামে একটি পত্রিকা,দৈনিক জনতা,রুদ্রকন্ঠ,বিশ^ মানচিত্র,বিডি অল নিউজ২৪,নগর সংবাদ,নিউজ ব্যাংক,জনতার অঙ্গীকারসহ বহু নামে বেনামে পত্রিকা ও অনলাইন পোর্টালের নাম ব্যবহার কথিত এ নামধারী সাংবাদিকরা মাসে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা,যানজট নিরসনে কষ্ট দিচ্ছে পুলিশকে আর ঘন্টার পর ঘন্টা যানজটে ভোগাচ্ছে কর্মজীবি মানুষগুলোকে। আর কবির হোসেন বাবু লাগানো ষ্টিকারযুক্ত গাড়ি আটক করা হলে বাবুর নিযুক্ত ম্যানেজার এসে উক্ত ট্রাফিক পুলি কে ব্যাপক নাজেহাল করারও অভিযোগ রয়েছে।
কথিত সাংবাদিকদের ভিজিটিং কার্ড এবং ষ্টিকার ব্যবহার সর্ম্পকে শহরে চলাচলরত ব্যাটারী চালিত রিক্সা,ইজিবাইক ও মিশুকের চালকরা জানান, আমরা এমনিতে নিরুপায়। আমাদের গাড়ীগুলো শহরে প্রবেশ নিষেধ। যদিও সুযোগ বুঝে প্রবেশ করি কিন্তু ট্রাফিক পুলিশের চোখে পড়লেই আটক করে নিয়ে গেলে ১ থেকে দেড় হাজার টাকা জরিমানা গুনতে হয়। কিন্তু তারা ( কথিত সাংবাদিক ) যে ভিজিটিং কার্ড কিংবা ষ্টিকারগুলো আমাদেরকে দেয় তা দেখলে পুলিশ আটক করেনা। তাই এগুলো আমরা ব্যবহার করি অবশ্য এজন্য এককালিন ছাড়াও প্রতি মাসে তাদেরকে টাকাও দিতে হয়।
এ বিষয়ে শহর ও শহরতলীর বিভিন্ন পয়েন্টে দ্বায়িত্বে থাকা টিএসআই ও অন্যান্য সদস্যদের কাছে জানতে চাইলে তারা অনেকেই বলেন, ভাই আমরা একেবারেই নিরুপায় হয়ে পড়েছি সাংবাদিক ভাইদের কারনে। শহরে ব্যাটারী চালিত রিক্সা,ইজিবাইক ও মিশুকের প্রবেশ পুরোটাই নিষিদ্ধ কিন্তু কি করবো বলেন,সাংবাদিকের ভিজিটিং কার্ড কিংবা পত্রিকার ষ্টিকার যদি গাড়ির গায়ে লাগানো থাকে সেগুলো আটক করা হলে উক্ত চালকরাই সেই ষ্টিকারম্যানকে ফোন করলে তারা উল্টো আমাদের উপর রেগে যায় এবং আমাদেরকে বিভিন্নভাবে ভীতি প্রদান করেন। তারা আরো বলেন,বিপ্লব ও কবির বাবু নামে দুইজন আমাদেরকে বেশী নাজেহাল করেন। এবং এসপি স্যারের কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করে নারায়ণগঞ্জ থেকে বদলী করারও হুমকী প্রদান করেন। সাংবাদিক বলে তাদের অনেক অন্যায়গুলো আমাদেরকে মুখ বুঝে সহ্য করতে হয়।
কথিত সাংবাদিকদের ষ্টিকারযুক্ত ব্যাটারী চালিত রিক্সা,ইজিবাইক ও মিশুক বন্ধে টিআই একে করিম এর কাছে জানতে জানতে চাইলে তিনি বলেন,ভাই আমরা চাচ্ছি শহর থেকে উক্ত গাড়িগুলো মুক্ত রাখতে কিন্তু উক্ত ষ্টিকারযুক্ত গাড়ি আটক করা হলে কবির হোসেন বাবু নামে একজন আমাদেরকে হুমকীও প্রদান করেন যে,এসপি সাহেবকে বলে নারায়ণগঞ্জ থেকে বদলী করে দেয়া হবে। এখন বলুন আমরা কি করতে পারি। তারপরও এ বিষয়ে আমি এসপি স্যারের সাথে কথা বলবো কিভাবে এ ব্যাটারী চালিত রিক্সা,ইজিবাইক ও মিশুকগুলো শহরে চলাচল বন্ধ করা যায়।