নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে র্যাব-১১ অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
গত শুক্রবার গভীর রাতে বন্দর থানার মদনপুর রাফি ফিলিং স্টেশন সংলগ্ন বাগদাদ হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ-কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ডিমাতলী গ্রামের আব্দুল মান্নানের মোঃ আব্দুর রশিদ (৪২), ও নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কেওডালা এলাকার মৃত হাসান আলীর ছেলে মোঃ আলী (৪০),এসময় তাদের কাছ থেকে ২০০ বোতল ফেনসিডিল, মাদক বিক্রয়ের নগদ ১৬,২০০/- টাকা,মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রংয়ের পিকআপ ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।