সোনারগাঁ ১০টি ইউনিয়নের চেয়ারম্যান আর সোনারগাঁ যুবলীগ সভাপতি এক পাল্লায় দিলে সমান হবে না। কারন আমি বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আমাকে চিনে। প্রত্যেকটা যুবলীগের,আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে সম্মান করে।
আগামি ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এক বক্তব্যে নিজে এক বড় মাপের নেতা হিসেবে জাহির করে সোনারগাঁ চেয়ারম্যানদের ছোট করে উক্ত কথা বলেন রফিকুল ইসলাম নান্নু। যা ইতিমধ্যে সোশাল মিডিয়া ফেসবুকে সেই ভিডিওটি ভাইরাল হয়েছে।
সভায় রফিকুল ইসলাম নান্নু বলেন,সোনারগাঁয়ে সব যুবলীগ একত্রিত থাকবে আমাদের কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। আমি বারদী ইউনিয়নের যুবলীগের বিভিন্ন বক্তব্য শুনেছি। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যুবলীগের নেতাকর্মী শক্তভাষায় সহজে থাকবে।
তিনি আরো বলেন,আপনাদের ভালোবাসি তাই বলে এই না বারদীতে আমার যুবলীগের নেতাকে হুমকি দিবে এক দম মুখ তালা দিয়ে থুমু। আমার যুবলীগের নেতাকর্মীদের কেউ যদি আঘাত করতে চান সাবধান হয়ে যান বলছি। যেকোন ধরনের সমস্যার সৃষ্টি করবে আমি সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। আপনেরা নির্ভয়ে কাজ করেন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। শেখ হাসিনার উন্নয়ন জনগনের কাছে তুলে ধরেন। আগামী জাতীয় নির্বাচনে আপনেরা বুক ফুলিয়ে নৌকার পার্টিকে জয়যুক্ত করেন। আপনেরা নির্ভয়ে কাজ করেন সব সময় আমরা আপনাদের পাশে আছি। আমরা আগামী জাতীয় নির্বাচনে সবাই ঐক্যবোধ হয়ে কাজ করবো।
তিনি বারদী ইউপির সহ-সভাপতি তাজুলের নাম ঘোষনা করে বলেন,এই যে আমাদের যুবলীগের নেতা তাজুল ওকে আমরা পেয়েছি। ও একজন ত্যাগী নেতা। তাকে আপনাকে সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করেছি। আগামী ২১ ফেব্রুয়ারিতে সারা বারদীতে আপনার পোস্টার দিয়ে মানুষকে জানান দিয়ে দিবেন।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি মো.রফিকুল ইসলাম নান্নুর মুঠোফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন,আসলে কথাটি আমি এভাবে বলিনি। আমার বক্তব্যটি ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে। আমি বলেছি সোনারগাঁয়ের ১০ চেয়ারম্যানের সাথেই কাজ করবো। আর আওয়ামীলীগের সকলের সাথে সাথে সুসর্ম্পক তাই আমরা সবাই সবাইকে সম্মান করি।