নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সৈয়দপুরে কবরবাসীর রুহের মাগফেরাত কামনা ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারী) বাদ আছর হতে রাত ১২ টা পর্যন্ত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির হাজ্বী সেলিম ইসলামিয়া মাদরাসার সহ সভাপতি আলহাজ্ব মোঃ হারুন অর রশীদ এর সভাপতিত্বে সৈয়দপুর কবরস্থান সংলগ্ন মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজর আলী।
প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন জামিয়া আলীমিয়া মাদ্রাসা ঢাকার প্রিন্সিপাল হাফিজুর রহমান ছিদ্দিকী কুয়াকাটা, বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন আলহাজ্ব হযরত মাওলানা সানাউল্লাহ নূরী সোনারগাঁ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ রুবেল আহম্মেদ, কিশোর মেলা ক্লাবে সভাপতি মোঃ কবিরুল ইসলাম প্রমুখ।
আমরা সৈয়দপুরবাসী ইসলামী কাফেলা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সবুর মুন্সী,মোঃ মাসুম,দেওয়ান শুভ প্রমুখ।
পরে ১২ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির সমাপ্ত হয়।