নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাঠেরপুল এলাকায় জমিজমা সংক্রান্ত জের ধরে ফতুল্লা মডেল থানায় সোলায়মানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন গোলজার হোসেন।
ফতুল্লার কাঠেরপুল এলাকার মৃত বাহাদুর মেম্বারের পুত্র গোলজার হোসেন লিখিত অভিযোগে বলেন,একই এলাকার মৃত মহিউদ্দিন ওরফে কানু মিয়ার পুত্র মোঃ সোলায়মান, কানু মিয়ার স্ত্রী জোসনা বেগম সহ আরো ৩/৪ জন গত ৮ ফেব্রুয়ারী সকাল ১০ টায় আমার জমিতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
আমি জমি মাপঝোপ করার কথা বললে আরো উত্তেজিত হয়ে নানান ধরনের হুমকি ধামকি প্রদান করে।
গোলজার হোসেন জানান,খিজিরপুর মৌজায় সিএস ও এসএ ২৭/২৮ নং দাগে ৩৫ শতাংশ সম্পত্তি খরিদ সুত্রে এবং ১০ শতাংশ পৈত্রিক সুত্রে ৩ ভাই মালিক হই।বিবাদী সোলায় মান সাড়ে ৫ শতাংশ জমির মালিক হওয়া সত্বেও দখল আড়াই শতাংশ জমি বেশী দখল করে আছে। দখলকৃত বেশী জমি ছেড়ে দিতে বললে হুমকি ধামকি প্রদান করে। জমির চারদিকে টিনের বেড়া দিতে নিষেধ করা হলেও দখলবাজ সোলায়মান কোন কর্নপাত করছেনা।
অভিযোগের তদন্ত করার জন্য এসআই শামীম কে দায়িত্ব দেওয়া হয়েছে।