জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নৌকা প্রতীক নিয়ে কটুক্তি করায় নারায়ণগঞ্জ জেলার তিন জনপ্রতিনিধির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। অথচ ভূল ধরেছেন যারা তাদের এই স্মারকলিপিতে এত ভূলের জন্য কারা চাইবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা!
বুধবার(২৩ ফেব্রুয়ারি) দুপুরে ডিসি ও এসপি অফিসে স্মারকলিপি জমা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের নেতৃত্বে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড.আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য মো. শহীদুল্লাহ প্রমুখ।
সেই স্মারকলিপিতে জাতির পিতাকে বানানো হয়েছে জাতি পিতা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জায়গায় দেওয়া হয়েছে মুজবুর রহমান,মানসকন্যা,বক্তব,ইতিমধ্যে,রক্তক্ষরণ,অবজ্ঞা সহ একাধিক জায়গায় রয়েছে ভূল। যার ফলে যারা জনপ্রতিনিধিদের ভূলের জন্য আইনগত ব্যবস্থা চাইতে গিয়েছে নীতিনির্ধারক হয়ে তারাই যখন ভূল করে জাতির পিতার নাম সহ একাধিক জায়গায় তাদের বিরুদ্ধে কারা চাইবে বিচার।ইতিমধ্যেই নারায়ণগঞ্জ জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে তীব্র নিন্দার ঝড়।
জেলা আওয়ামী লীগের নেতাকর্মী এমন ভূল করবে তাও আবার জাতির পিতার নাম নিয়ে তার নিন্দা জানিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন,আজকে যারা তিন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে গিয়েছে জাতির পিতা,মাননীয় প্রধানমন্ত্রী ও নৌকা প্রতীক নিয়ে কটুক্তি করায় আইনগত ব্যবস্থা নেবার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আদৌ কি তারা ভূল করছে না। তারা নিজেরাও তো দোষী। তারাও তো একটি স্মারকলিপিতে তাও নিজেদের সংগঠনের প্যাডে লিখে নিয়ে গেছে সেখানে রয়েছে কত ভূল। তাও আবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। যার জন্ম না হলে এই দেশ স্বাধীনিতা পেতো না,এই দেশের মানুষ বাংলায় কথা বলতো না আজকে তার নাম কি করে ভূল লিখে নিয়ে যায়। এত বড় সাহস তারা পায় কিভাবে। তাদের বিচার কি করবে?
আর তারা কাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে গেছে যারা ভূল করেছে তাদের বিরুদ্ধে। তারা তো ছোট নেতাকর্মী। ইউনিয়ন বা উপজেলার। কিন্তু তারা কি করছে তারা যদি তাদের সঠিক ভাবে শিখাতো তাহলে কি আজ এই ধরনের বক্তব্য দিতো এই জনপ্রতিনিধি। আর তারাই তো তাদের যারা নৌকা নিয়ে নির্বাচন করেছে তাদের মনোনয়ন দিয়েছে। সেদিন কি তারা তাদের সঠিক যাচাই বাচাই না করে কি কোন স্বার্থে মনোনয়ন দিয়েছে! তারও জবাব চাই আমরা।
অন্যদিকে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর তিন চেয়ারম্যানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি আব্দুল হাই এর নেতৃত্বে দেয়া স্মারকলিপির বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল। একই সাথে এই কাজের জন্য তাদের জবাবদিহি করতে হবে বলেও জানান তিনি।