জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার ডিও লেটারে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ব্যস্ততম মহাসড়কে যানজট নিরসনে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ইউলুপ করে রাস্তা প্রশস্ত করন ও মদনপুর ফুটওভার ব্রীজ নির্মান কাজ আগামী মাসে হতে যাচ্ছে।
ইউলুপ করে রাস্তকা প্রশস্ত করন ও মদনপুর ফুটওভার ব্রীজ নির্মান কাজটি সড়ক ও জনপথ অধিদপ্তরের যুগান্তকারী উদ্যোগে এ পরিকল্পনা চূড়ান্ত করা হয় ।
জানা গেছে,উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন হতে পিরোজপুর মেনিখালী ব্রীজের নিচ দিয়ে চৌরাস্তা হয়ে ঢাকা অভিমুখে মোট ৩ টি ইউলুপ ও বন্দর উপজেলার মদনপুরে ফুটওভার ব্রীজ নির্মান করার পরিকল্পনা করা হয়।
এ বিষয়ে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, সড়ক ও জনপদ বিভাগের তত্বাবধানে অচিরেই সোনারগাঁওয়ের মোগড়াপাড়া চৌরাস্তায় ইউলুপের কাজ শুরু হবে সেই সাথে বন্দর উপজেলার মদনপুরে ফুটওভার ব্রীজ নির্মান ও তার পাশাপাশি মোগরাপাড়া চৌরাস্তা হতে তালতলা পযর্ন্ত আর সিসি,প্রশস্ত করন ও মেনিখালী নদীর পার দিয়ে নতুন রাস্তা ও মেঘনা ইকোনেমিক জোনের নতুন রাস্তার কাজ প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন অন্যান্য বছরের তুলনায় এবার নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলার মধ্যে সোনারগাঁওয়েই ৬০% শতাংশ কাজ বেশি হবে ইনশা আল্লাহ।
এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের নারায়ণগঞ্জ শিমরাইল ভিটিকান্দী উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আবুল হোসেন জানান,আগামী ১ মাসের মধ্যে এ কাজের শুরু হবে,তিনি বলেন সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মোট ৩ টি ইউলুপ ও বন্দর উপজেলার মদনপুর মহাসড়কের উপর একটি ফুটওভার ব্রীজ নির্মানের কাজ খুব শীঘ্রই শুরু করার লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। আশাকরি আগামী মাসের মধ্যেই এই কাজগুলো শুরু করতে পারব।