নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক নিয়ে কটুক্তি করায় নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এস টি আলমগীরের ডাকা প্রতিবাদ সভা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি)দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রতিবাদ সভাটি ¯’গিত করেন তিনি।
জানা যায় আগামীকাল ২৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের নবনির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেন এক বিচারে বক্তব্যে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন না করলে আরো ভোট পেতেন বলেন। দলীয় প্রতীক নিয়ে জাকির হোসেন এমন কটুক্তি করায় সদর থানার যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এস টি আলমগীর সরকার আলীরটেক ইউনিয়নের আমান মার্কেট এক প্রতিবাদ সভা ডাকেন। কিন্তু গত বুধবার নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার আলীরটেক ইউপির জাকির হোসেন,বন্দর উপজেলার কলাগাছিয়া ইউপির দেলোয়ার হোসেন প্রধান ও সোনারগাঁ উপজেলার বারদী ইউপির লায়ন মাহবুবুব রহমান বাবুল এই জনপ্রতিনিধি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় প্রতীক নিয়ে কটুক্তি করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ।জেলা আওয়ামী স্মারকলিপি দেওয়ায় সদর উপজেলার ডাকা প্রতিবাদ সভা স্থগিত করা হয়েছে।এস টি আলমগীর এক সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ সভাটি স্থগিত করেন।
সংবাদ সম্মেলনে এস টি আলমগীর বলেন,জাকির হোসেন একটি অনুষ্ঠানে এক বক্তব্যে বলেছিলেন নৌকা প্রতীক না পেলে অনেক ভোট পেতো।নৌকা প্রতীক আমাদের জাতীয় প্রতীক। এই প্রতীককে আমরা সম্মান করি এবং এই প্রতীক নিয়ে উনি নির্বাচন করেছেন। আর এই প্রতীক নিয়ে উনি অশালীন বক্তব্য করেছেন। তার এই বক্তব্য উনি প্রত্যাহার করুক। আমি এই অশালীন বক্তব্যের জন্য আগামীকাল এক প্রতিবাদ সভা ডেকেছি। কিন্তু গতকাল আমাদের জেলা আওয়ামী লীগ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় আমাদের এই প্রতিবাদ সভাটি স্থগিত করেছি।এছাড়াও বারদী ইউনিয়নের চেয়ারম্যান লায়ন বাবুল ও কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার প্রধান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে অশালীন বক্তব্য দিয়েছে তাদের এই বক্তব্যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
তিনি আরো বলেন,আমি মুক্তিযোদ্ধার সন্তান।আমি সেই সম্মান নিয়ে বাঁচতে চাই। আমাদের মানবতার মা,উন্নয়নের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে বন্যায় ত্রান দিতে আলীরটেক মাদ্রায় এসেছিলো। তখন আমাদের সরকার বাড়ি মাননীয় প্রধানমন্ত্রী আসেন।তাই নিজে সব সময় গর্ববোধ করি।আর যেহেতু আমি মুক্তিযোদ্ধার সন্তান তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় প্রতীক নিয়ে এই ধরনের অশালীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।