নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে বহিস্কৃত মোহাম্মদ উল্লাহ আল মামুনকে পূর্নবহাল চায় তৃর্নমূলের নেতা কর্মীরা।
গত নভেম্বর মাসে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ জসিমউদদীন এর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থী মটর সাইকেল প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ ফজর আলীর পক্ষে নির্বাচনী প্রচারনা এবং আমপাতা মার্কা হলেও ফজর আলীর পক্ষে কাজ করবো বলে মন্তব্য করায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল স্বাক্ষরিত পত্রে দল থেকে বহিস্কার করা হয়।
বহিস্কারাদেশের প্রায় ৫ মাস অতিবাহিত হলেও আজো পর্যন্ত মোহাম্মদ উল্লাহ আল মামুনের বহিস্কারাদেশ প্রত্যাহার না করায় দলীয় কর্মকান্ডে নেমে এসেছে স্থবিরতা। দল চাঙ্গা হওয়ার পরিবর্তে নেতাকর্মীরা নীরব হয়ে পড়েছে।
একটি সুত্র হতে জানা যায়,মোহাম্মদ উল্লাহ আল মামুনকে বহিস্কার করার পর গত ৫ মাসে জাতীয় ২ টি অনুষ্ঠান ১৬ ডিসেম্বর ও ২১ শে ফেব্রুয়ারী পার হলেও মোহাম্মদ উল্লাহ আল মামুন বহিস্কার থাকায় এই ২ টি অনুষ্ঠান পালন করতে ব্যর্থ হয় সদর থানা আওয়ামী লীগ।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় নেতাকর্মীরা জানান,মোহাম্মদ উল্লাহ আল মামুন ভাই প্রায় ১৮ বছর যাবত সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে থাকার কারনে গোগনগর ও আলীরটেক ইউনিয়নে প্রায় ১৫/২০ হাজার নেতাকর্মী সৃষ্টি হয়েছে। এক সময় আলীরটেক ইউনিয়ন ও গোগনগর ইউনিয়নে মূলদল আওয়ামী লীগের কমিটি গঠন তো দুরের কথা অঙ্গসংগঠনের কমিটি গঠন করা যেতোনা দলীয় নেতাকর্মীদের অভাবে। মোহাম্মদ উল্লাহ আল মামুনের যোগ্য নেতৃত্বের কারনে এখন প্রতিটি কমিটি গঠন করতে নেতাকর্মীদের অভাব হয়না। এখন প্রত্যেকটি কমিটি গঠন করতে গেলে একাধিক নেতাকর্মী আসে।এটার পুরো সফলতা মোহাম্মদ উল্লাহ আল মামুন ভাইয়ের।
আমরা চাই মোহাম্মদ উল্লাহ আল মামুনের বহিস্কারা দেশ প্রত্যাহার করে দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ করার সুযোগদানে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল ভাইয়ের প্রতি জোর দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আনছার আলীর ভাতিজা ও সদর থানা যুবলীগের সদস্য সাহিদ রহমান বলেন,মোহাম্মদ উল্লাহ আল মামুন ভাইয়ের মতো যোগ্য ও দক্ষ নেতার ভীষন প্রয়োজন। আমি চাই তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে পূর্ব পদে পূর্নবহাল করা হোক।
গোগনগর ইউনিয়ন যুবলীগ নেতা মিয়া সোহেল বলেন,৫ মাস আগে মামুনকে বহিস্কার করার পর হতে দলীয় কর্মকান্ড গতিহীন হয়ে পড়েছে। এতে করে প্রমান হয় মোহাম্মদ উল্লাহ আল মামুনকে সদর থানা আওয়ামী লীগে ভীষণ প্রয়োজন। তার বহিষ্কারাদেশ প্রত্যাহারে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এর নিকট জোর দাবী জানাচ্ছি।
সদর থানা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন,এমন সময় ছিল গোগনগরে আওয়ামী লীগ করার মতো কোন মানুষ ছিলনা। মামুন ভাই ছাত্রলীগ করার সময় হতে পরে সাধারণ সম্পাদক হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মী সৃষ্টি করেছেন।এখন হাজার হাজার নেতাকর্মী তৈরি হয়েছে। যার অবদান মামুন ভাইয়ের। এদিক বিবেচনা করে তাকে স্বপদে বহাল রাখার জোর দাবী জানাচ্ছি।
সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকার বলেন, ৩৩ বছর যাবত আওয়ামী পরিবারের রাজনীতি করে আসছি।আলীরটেকে এমন সময় ছিল হাতে গোনা ৫/৭ জন ছাড়া জয়বাংলা শ্লোগান দেয়ার মতো লোক ছিলনা। এই মামুন ভাইয়ের নেতৃত্বে গোগনগর, আলীরটেক ইউনিয়নে জয়বাংলা শ্লোগান দেয়ার মতো লোক আছে ৫০ হাজারের বেশী।কমিটি করতে গিয়ে নেতাকর্মী এত বেশী এখন হিমশিম খেতে হয়। এর অবদান মামুন ভাইয়ের।
তাকে পূনরায় সাধারণ সম্পাদক পদে বহাল করে দলকে চাঙ্গা করার সুযোগ দিতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর প্রতি জোর দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে বহিস্কৃত সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুন মুঠোফোনে জানান,আমি ৫০ বছর যাবত আওয়ামী লীগের রাজনীতি করে আসছি।কখনো দল ত্যাগ করিনি।আমি যদি কোন ভূল করে থাকি দলের নেতাকর্মীদের কাছে ক্ষমা চাই। আমার রাজনীতির অভিবাবক হচ্ছেন সাংসদ শামীম ওসমান ভাই, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ভাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল ভাই।তারা যদি আমাকে আবার আমার পদে পূর্নবহাল করেন। আমি আমার মেধা ও দক্ষতা দিয়ে সদর থানা আওয়ামী লীগ কে শক্তিশালী করে তুলবো।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই মুঠোফোনে জানান,মোহাম্মদ উল্লাহ আল মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার বা বহাল করার ক্ষমতা আমার হাতে নেই।এটা কেন্দ্রের হাতে তারা যে সিদ্ধান্ত দিবে আমরা সেই মোতাবেক কাজ করবো।