নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার বালুয়াদিঘির পাড় এলাকায় নিম্নমানের সামগ্রী দিয়ে ওয়াসার মসজিদ নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্য মোঃ মামুনের বিরুদ্ধে।
এ ঘটনায় শুক্রবার ( ২৫ ফেব্রুয়ারী ) সকালে জুম্মা নামাজের পূর্বে এলাকাবাসী বিক্ষোভ করেন।
এলাকাবাসী জানায়,ওয়াসার পক্ষ থেকে পৌরসভার বালুয়াদিঘিরপাড় এলাকায় একটি মসজিদ নির্মাণের কন্টাক্ট দেয়া হয় স্থানীয় বৈদ্দ্যোরবাজার ইউনিয়নের সদস্য মোঃ মামুনকে।
অথচ মসজিদের নির্মাণ কাজ করার জন্য ইউপি সদস্য মামুন নিম্নমানের পাথর, বালু ও অন্যান্য নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করার সময় এলাকাবাসী বাঁধা দেয়।পরবর্তীতে মুসল্লীদের ক্ষোভের মুখে কিছু মাল ফেরত নিলেও মুসল্লীরা চলে গেলে পুণরায় নিম্নমানের সামগ্রী দিয়ে মসজিদের কাজ করানোয় এলাকাবাসী বিক্ষোভ করেন।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মামুন জানায়, কিছু নিম্নমানের সামগ্রী ছিলো, মুসল্লীদের বাঁধা দেয়ার কারণে ফেরত নেয়া হয়েছে আর কিছু কাজ করা হয়েছে।এলাকাবাসী যা ইচ্ছা করতে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী বলেন, এ ধরণের কোন অনিয়ম থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।