আফগানিস্তানের ক্ষমতাসীন সশস্ত্র শাসকগোষ্ঠী তালেবান বলেছে, ইউক্রেনে বেসামরিক হতাহতের সম্ভাবনার ব্যাপারে তারা উদ্বিগ্ন। পূর্ব-ইউরোপের এ দেশটিতে চলমান রুশ আগ্রাসনের ব্যাপারে শুক্রবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ বিষয়ে নিজেদের পররাষ্ট্রনীতি মেনে নিরপেক্ষ অবস্থানে থাকবে তালেবান। তারা দুই দেশকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘সহিংসতা তীব্র হতে পারে এমন অবস্থান গ্রহণ করা থেকে সব পক্ষকে বিরত থাকতে হবে। আমরা ইউক্রেন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং বেসামরিক হতাহতের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছি।’
যাদের নিষেধাজ্ঞায় রাশিয়া
ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আন্তর্জাতিকভাবে একের পর এক নিষেধাজ্ঞার ঘোষণা আসছে। নিষেধাজ্ঞা ঘোষণায় শামিল হচ্ছে নতুন নতুন দেশ। ইউরোপিয়ান ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ নিয়ে জরুরি বৈঠক করেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। সবশেষ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে তাইওয়ান, জাপান।
পাল্টা নিষেধাজ্ঞার হুমকি
ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জেরে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে চলেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তার জবাবে রাশিয়াও পাশ্চাত্যের দেশগুলোর ওপর পাল্টা নিষেধাজ্ঞা জারি করবে বলে হুমকি দিয়েছে। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘পাশ্চাত্যের দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়া সমস্যায় পড়বে এটি সত্য, কিন্তু সেসব সমস্যা দীর্ঘস্থায়ী হবে না; কারণ গত কয়েক বছর ধরে রাশিয়া বিদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর নির্ভরশীলতা কমাচ্ছে।’
কী আছে জেলেনস্কির কপালে
রুশ আগ্রাসন রুখে দিতে একাই যেন লড়াই করছে ইউক্রেন। সাধারণ মানুষকে যুদ্ধের আহ্বান জানালেও সেভাবে কেউ যুদ্ধ করছে বলে খবর পাওয়া যায়নি। পশ্চিমারা রুশবিরোধী বিবৃতি ও অবরোধের আলাপ তুললেও সরাসরি যুদ্ধক্ষেত্রে যাবে না বলে জানিয়েছে। এতে প্রায় একঘরে ও একা হয়ে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এই ক্ষোভ প্রকাশ্যে উগরেছেনও। তিনি বলেছেন, এভাবে উপেক্ষা করলে পশ্চিমাদের হাতেও রক্তের ছোপ লাগবে বৈকি।
ভিটে ছাড়া ভাগ্য
মেয়ের হাত ধরে সীমান্ত পেরিয়ে হাঙ্গেরিতে ঢুকছেন এক ইউক্রেনীয় মা। গতকাল হাঙ্গেরির বেরেসুরানি সীমান্তে। ইউক্রেনের এ রকম বহু মানুষ, বহু পরিবার জীবন বাঁচাতে দেশ ছেড়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন, কোথায় থামবেন, ঠিক জানা নেই বেশিরভাগেরই। নিরুদ্দেশ নয়, কিন্তু গন্তব্যহীন যাত্রা যেন। রাশিয়ার সামরিক আক্রমণের কারণে ইউরোপজুড়ে শরণার্থীর ঢল নামবে বলে আশঙ্কা করা হচ্ছে
মৃত্যুকে আলিঙ্গন
বীরত্বের কারণে ইউক্রেনের ১৩ সেনাসদস্য ভাসছেন মরণোত্তর প্রশংসায়। আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানানোয় রাশিয়ার বোমা হামলায় তারা নিহত হন। কৃষ্ণ সাগরের স্বর্পদ্বীপে দায়িত্বপালন করছিলেন তারা। রাশিয়ার একটি যুদ্ধ জাহাজ দ্বীপটি অবরোধ করে তাদের আত্মসমর্পণের আহ্বান জানায়। কিন্তু তারা অস্বীকৃতি জানান। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গেছেন। আত্মসমর্পণ না করে তারা সবাই বীরত্বের সঙ্গে মৃত্যুকে বরণ করেছেন। ইউক্রেনের বীর হিসেবে তাদের সবাইকে মরণোত্তর পুরস্কার দেওয়া হবে। দেশের জন্য জীবন উৎসর্গ করায় চিরস্থায়ী এ পুরস্কার পাবেন তারা।’
ভারত-পাকিস্তানের অবস্থান
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ভারতের পক্ষ থেকে এখনো কোনো নিন্দা শোনা যায়নি। কৌশলগতভাবে দিল্লি তা পারবে বলে মনে হয় না। ওদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বুধবার গিয়েছিলেন মস্কোয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইমরান খানের মস্কো সফরের আগে তারা রাশিয়ার ব্যাপারে ওয়াশিংটনের অবস্থান জানাতে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছিল। খান মস্কো যাওয়ার আগে বলেছিলেন, তার দেশ কোনো পক্ষ নিতে বা ব্লকে যেতে আগ্রহী নয়। পাকিস্তান কেবল দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চায়।
কত প্রাণ ঝরল
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দাবি করেছেন, যুদ্ধে এরই মধ্যে রাশিয়ার সাড়ে চারশ সেনা নিহত হয়েছে। তিনি মনে করেন, রাশিয়া প্রথম দিন ইউক্রেনে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তাদের সেনা ও সাধারণ মানুষ মিলিয়ে ১৩৭ জন নিহত হয়েছে। তবে যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা সংকটের জন্য কোনো তথ্যই যাচাই করা সম্ভব হচ্ছে না।