ইউক্রেনে আগ্রাসন শুরুর দ্বিতীয় দিনে এসে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দেওয়া ভাষণে কিয়েভের বর্তমান সরকারের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
টেলিভিশনে প্রচারিত রুশ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পুতিন বলেন, আমি আরও একবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সামরিক ব্যক্তিদের আহ্বান জানাচ্ছি; নিজেদের সন্তান-স্ত্রী ও বয়স্কদের মানবঢাল হিসেবে নব্য নাৎসি ও ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীদের হাতে ব্যবহৃত হওয়ার অনুমতি দেবেন না।
পুতিন বলেন, নিজেদের হাতে ক্ষমতা নেন। এতে একটি সমঝোতায় পৌঁছা সহজ হবে। রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, ইউক্রেনে আক্রমণে রাশিয়ার সেনাবাহিনীর সদস্যরা সাহসিকতা, পেশাদার ও বীরোচিতভাবে কাজ করছে।
এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে বেলারুশের রাজধানী মিনস্কে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত আছে মস্কো।
চীনা প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে পুতিনও দাবি করেছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে চায় তার দেশ।
ইউক্রেনকে জোটনিরপেক্ষ রাখা সংক্রান্ত জেলেনস্কির একটি প্রস্তাব বিবেচনা করছে রাশিয়া; ক্রেমলিনের এমন ঘোষণার পরই শুক্রবার পুতিনের এই বক্তব্য সামনে এলো।