বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আফছার উদ্দিন(আফসু) বিরুদ্ধে সঠিকভাবে দায়িত্ব পালন না করা এবং অসাধু অবস্থান অবলম্বন সহ একাধিক অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটির কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
গত ১৯ শনিবার কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মতিন মুন্সী ও সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা সাক্ষরিত এক নোটিশে ৭ দিনের মধ্যে সহ-সভাপতিকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়,বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কর্তৃক গঠিত অন্তর্তীকালীন কমিটিতে সাহায্য করেন না এবং সংগঠনের সম্পত্তিতে ঘর তৈরীতে বাধা প্রদান,অত্র সংগঠনের সভাপতি সহ কমিটির অন্যান্য দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে প্রকাশ্যে গালাগালি ও মারধরের চেষ্টা,নারায়ণগঞ্জ জেলার স্থানীয় পত্র পত্রিকার তেল চুরি, শ্রমিকদেরকে হয়রানী, অবৈধ তেল মজুদ এবং শ্রমিকদের কাছ থেকে সপ্তাহ ভিত্তিক চাঁদা নেওয়া এবং শ্রমিক স্বার্থ বিরোধী কর্মকান্ডে জড়িত এবং সর্বশেষ ১৮/০২/২০২২ইং তারিখ বাংলা টিভি, একাত্তর ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছে। আফছার উদ্দিন আফসুর বিরুদ্ধে দুর্নীতি ও তৈল পাড়ার অবৈধ সম্পদ অর্জন ও সংঠানের তহবিল তসরুপের প্রতিবেদন প্রকাশ হয়েছে। অত্র সংগঠন বিরুদ্ধে অপপ্রচার অসহযোগীতা ও ষড়যন্ত্রমূলক কর্মকান্ডে জড়িত রয়েছেন।তাই উক্ত অভিযোগ সম্পর্কে পত্র পাওয়ার ৭ দিনের মধ্যে সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকের নিকট সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করার নির্দেশ প্রদান করা হয়। সন্তোষজনক ব্যাখ্যা না দেওয়া হলে অত্র সংগঠন থেকে বহিষ্কার করা হবে বলে উল্লেখ করা হয় নোটিশে।