নারায়ণগঞ্জ সদর উপজেলা কোভিড-১৯ টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের সিনিয়র স্বাস্থ্য সচিব লোকমান হোসেন ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
শনিবার(২৬ ফেব্রুয়ারি)বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় ও কমর আলী স্কুল পরিদর্শন করেন সিনিয়র স্বাস্থ্য সচিব।
সরকারের ঘোষিত ২৬ ফেব্রুয়ারি একদিনে এক কোটি ভ্যাক্সিন প্রদান কর্মসূচী সারাদেশে বাস্তবায়ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলায় টিকা কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের সিনিয়র স্বাস্থ্য সচিব লোকমান হোসেন।
টিকাকেন্দ্র পরিদর্শন করার সময় টিকা দিতে আসা সাধারন মানুষদের সাথে কথা বলেন তিনি এবং সকলকে শান্তভাবে টিকা নেবার জন্য অনুরোধ জানান। আজকেই প্রথম ডোজের টিকা দেওয়া শেষ দিন না এই টিকার কার্যক্রম চলতে থাকবে যতদিন পর্যন্ত দেশ থেকে কোভিড না যায় টিকা দিতে আসা সকলকে বলেন সিনিয়র সচিব।
টিকা কেন্দ্র পরিদর্শন শেষে সিনিয়র স্বাস্থ্য সচিব লোকমান হোসেন বলেন,নারায়ণগঞ্জ আসার পূর্বে আমি ঢাকার কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখেছি সবাই টিকা নিচ্ছে। নারায়ণগঞ্জ সদর উপজেলা কেন্দ্রেও হাজার হাজার লোক দেখেছি। বাংলাদেশে প্রায় ২০ হাজারের মতো কেন্দ্র রয়েছে। উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের প্রতিটি কেন্দ্রে মানুষ আগ্রহের সাথে টিকা নিচ্ছেন। আমরা ১ কোটি টার্গেট করেছিলাম, টার্গেটের চেয়েও বেশি টিকা আমরা দিতো পারবো বলে মনে করছি। একইসাথে দ্বিতীয় ডোজের টিকাও প্রদান করা হচ্ছে। সকল মানুষ সকল টিকা নিবে। প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ নেবার পর বুস্টার টিকাও নিবে। ইতিমধ্যে আমাদের স্কুলে ১২ বছর থেকে শুরু করে ১৭ বছরে ১ কোটি ৬০ লাখ ছেলে মেয়েদের টিকা দেয়া হবে। আপনাদের সবাইকে অনুরোধ করবো যারা এখনো টিকা নেন নাই এখনি নেন। টিকা নিলে আপনি নিরাপদ থাকবেন আপনার পরিবার নিরাপদ থাকবে, রাষ্ট্র নিরাপদ থাকবে।
কতদিন এই কোভিড-১৯ টিকাদান কর্মসূচী চলবে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে সচিব বলেন,এখন টিকাদান আসতাছে।এটা চলমান থাকবে যে পর্যন্ত এই দেশ থেকে কোভিড ওমিক্রন শেষ না হবে। সেই পর্যন্ত এই টিকাদান কর্মসূচী চলতেই থাকবে।কোভিড প্রতিরোধে আমাদের যেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে আমরা সেভাবেই কাজ করছি।
টিকাকেন্দ্র পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোঃ তোফায়েল হোসেন,জেলা সিভিল সার্জন ডা.মুশিউর রহমান,নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাত ফেরদৌস,ফতুল্লা অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামান প্রমুখ।