নারায়ণগঞ্জে অধিকাংশ মানুষ করোনার টিকার আওতায় চলে এসেছে। এছারাও বর্তমানে করোনার সংক্রমণ কমতির দিকে। থেমে রয়েছে মৃত্যুর সংখ্যাও। নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১০জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তর সংখ্যা দারিয়েছে ৩০ হাজার ২শ’ ৪২জন । এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জে এ যাবৎ ৩শ’ ৩৩জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আরও বেশী।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য প্রকাশ করা হয়।
২৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৩শ’৬১জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ২ লাখ ৩৫হাজার ৪শ’ ৪১জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে আড়াইহাজারে ০জন, বন্দরে ১জন, এনসিসি এলাকায় ১জন, রূপগঞ্জে ৮জন, সদর উপজেলায় ০জন, সোনারগাঁও এলাকায় ০জন আক্রান্ত হয়েছে।