নারায়ণগঞ্জ সদরের শহীদনগর যুব সমাজের উদ্যোগে ২য় বার্ষিকী ইসলামিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৫ ফেব্রুয়ারী) বাদ মাগরিব গোগনগর সমাজ কল্যাণ পরিষদ সামনে এ ইসলামিক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন কামরুল হাসান মুন্না কাউন্সিলর ১৮ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।বিশেষ অতিথি ছিলেন আনোয়ার হোসেন দেওয়ান সভাপতি শহীদনগর পঞ্চায়েত কমিটি। আব্দুল কুদ্দুস আজাদ সহ সভাপতি শহীদনগর পঞ্চায়েত কমিটি। সেমিনারে কোরআন ও হাদিসের আলোকে দুনিয়া ও আখিরাতের সফলতা সম্পর্কে আলোচনা করেন প্রধান বক্তা শাইখ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী প্রধান শিক্ষক, মাদারাসাতুল হাদীস নাজিরা বাজার ঢাকা।কোরআান কিভাবে আপনাকে দুনিয়া ও আখেরাতের সুখময় জীবন দান করবে এ সম্পর্কে আলোচনা করেন শাইখ সাইফুদ্দিন বেলাল মাদানী সৌদি আরব। আল্লাহ ও ক্ষমা এ সম্পর্কে আলোচনা করেন মাহমুদ বিন কাশেম ঢাকা। সেমিনারে বিশেষ নসিহা ও উপস্থাপনা করেন হাফেজ মাওলানা কবির হোসেন ইমাম ও খতিব শহীদনগর বায়তুস জান্নাত জামে মসজিদ। সেমিনারে সার্বিক। সহযোগিতা ছিলেন সাইদুর রহমান ভূইয়া ও তার বন্ধুমহল এবং মাসুম হোসাইন ও তার বন্ধুমহল।